শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরের বড়বাগ বাজারের ঢুকতে হলে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পড়া বাধ্যতামূলক

সুজন কৈরী: [২] রাজধানীর বেশিরভাগ কাঁচাবাজার এখনো বড় রাস্তায় বসা শুরু না করলেও ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে রাজধানীর মিরপুরের বড়বাগ বাজার।

[৩] ওই এলাকার রাস্তায় বসা নয়, বাজারে ঢুকতে হ্যান্ড গ্লাভস আর মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রবেশের সময়ই প্রত্যেককে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এছাড়া রাজধানীর মালিবাগ বাজারেও প্রশস্ত রাস্তায় বাজার বসতে দেখা গেছে।

[৪] মিরপুর-২ এর বড়বাগ বাজারে প্রবেশ পথে টাঙানো হয়েছে একটি নোটিশ। এতে বলা হয়েছে- হ্যান্ড গ্লাভস এবং মাস্ক ছাড়া বাজারে প্রবেশ নিষেধ করা হয়েছে। রাস্তায় বসা আর বাজার ঢুকতে যে কাউকেই আগে জীবাণুমুক্ত হতে হবে। নিজ উদ্যোগেই এই ব্যবস্থা করেছে বাজার কর্তৃপক্ষ।

[৫] জানা গেছে, বড়বাগ কাঁচাবাজারে আগে গাদাগাদি করে বেচাকেনা চলতো। এখন চলছে প্রশস্ত রাস্তায়। দূরত্ব বজায় রাখা সহজ করতে রাস্তায় বৃত্ত দেয়া আছে। হ্যান্ড মাইকে সবাইকে নিয়ম মানার তাগিদ দেয়া হচ্ছে বারবার।

[৬] বাজারের বিক্রেতারা বলছেন, প্রশস্ত রাস্তায় দোকান বসানোয় ব্যবসার কোনো ক্ষতি হয়নি।

[৭] পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা বলেন, করোনা পরিস্থিতিতে বিক্রেতা, বাজার কর্তৃপক্ষসহ সাধারণ মানুষ সচেতন হলে ঝুঁকিমুক্তভাবে কেনাকাটা করা যাবে।

[৮] গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী ছুটি ঘোষণা করা হয়েছে। করোনা প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ। লোকজনের ভীড় এড়াতে কাঁচাবাজারগুলোকে রাস্তায় বসানোর নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়