শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ত্রাণের দাবিতে মানববন্ধন

এম এ হালিম, সাভার প্রতিনিধি : [২] জেলার আশুলিয়ায় কর্মহীন থাকার সময়ে ত্রাণ কার্ডের মাধ্যমে সহযোগিতা দেয়ার দাবি জানিয়েছে নির্মান ও রিক্সা শ্রমিকরা। সোমবার দুপুরে আশুলিয়ায় এক মানববন্ধনে এই দাবি জানান শ্রমিকরা।

[৩] এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি খাইরুল মামুন মিন্টু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। আশুলিয়া থানা সড়ক নির্মান শ্রমিক ইউনিয়ন সভাপতি নবীয়াল ফকীর, সাধারণ সম্পাদক নদের চাঁদ মিয়া। আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আলতাব হোসেনসহ শতাধিক শ্রমিকরা।

[৪] মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণ ও রিক্সা শ্রমিকদের তালিকা তৈরি করে তারা যতদিন কর্মহীন অবস্থায় থাকবে ততদিন ত্রাণ কার্ডের মাধ্যমে নগদ সহয়তাসহ ত্রাণ দিতে হবে।

[৫] শ্রমিকরা বলেন, বাইরে কাজ বন্ধ, ঘরে খাবার নাই, আমরা কেমন আছি চেয়ারম্যান-মেম্বারেরা তার কোনো খোঁজ নেন না। এমন অবস্থায় কারো কাছে টাকাও চাইতে পারছি না, ভিক্ষাও করতে পারি না, আমরা কোথায় যাব?

[৬] তারা বলেন, করোনা থেকে বাঁচতে কাজকর্ম ছেড়ে তারা বসে আছেন। তাদের ঘরে খাবার শেষ হয়ে গেছে। কিন্তু সেভাবে কোন সহযোগিতা পাচ্ছেন না তারা। তাই ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

[৭] শ্রমিক নেতারা বলেন, করোনার প্রভাবে শ্রমজীবী মানুষজন কর্মহীন হয়ে পড়ায় পরিবার-পরিজন নিয়ে তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন কাজ না থাকায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। এই সংকট মেটাতে সরকার ও প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়