শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে বিজিবি’র হাতে ৮২ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার, সহযোগীদের নাম প্রকাশ

যশোর প্রতিনিধি : [২] বেনাপোল সীমান্তের খড়িডাঙ্গা গ্রামে বিজিবি’র একটি টহলদল অভিযান চালিয়ে ৮২ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলাম সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের মকবুল আহমেদ তালুকদারের ছেলে।

[৩] ৪৯ বিজিবির সদস্যরা জানান, যশোর ৪৯ বিজিবি’র একটি টহলদল গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ৮ টায় বেনাপোল খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করে। পরে তার দখল হতে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

[৪] গ্রেফতারকৃত সুমন জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানান, সে বরিশাল মডেল সরকারী স্কুল এন্ড কলেজের স্কুল শাখার কম্পিউটার ও চারুকলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন। এছাড়াও তিনি আরো জানান, তার সহযোগী বরিশাল জেলার কোতয়ালি থানার সিএন্ডবি রোডের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন বুলেট, বরিশাল জেলার কোতয়ালি থানা ফকিরাবাড়ী রোডের বাসিন্দা বরিশাল জজ কোর্টে কর্মরত এ্যাডভোকেট আলম রশীদ লিখন, বশিাল জেলার কোতয়ালি মডেল থানার কাশিপুর গ্রামের বাসিন্দা উত্তরা ব্যাংকের সিনিয়র অফিসার মো.ডোনা, একই থানার হাসপাতাল রোডের বাসিন্দা বরিশাল বেঙ্গল ডায়াগনস্টিক সেন্টারের ও বরিশাল সদর হাসপাতালে কর্মরত ডাক্তার মিঠু ও একই থানার সিএমভি রোডের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত বলে বিজিবি’র কাছে স্বীকার করেছেন।

[৫] নজরুল ইসলাম সুমনকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমদে

  • সর্বশেষ
  • জনপ্রিয়