শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, নারী ইন্টার্ণ চিকিৎসক আক্রান্ত

স্টাফ রিপোর্টার, বরিশাল \ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে।

[৩] সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক বলেন, রোববার সন্ধ্যায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। মৃত ওই যুবক নৌকায় ঘুরে বেড়ানো বেঁদে সম্প্রদায়ের লোক।

[৪] গত ১৭ এপ্রিল ওই যুবক জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালের সার্জারি ইউনিট-৩ এ ভর্তি হন। পরে তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। মৃত যুবকের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

[৫] এদিকে, আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

[৬] নতুন করে আক্রান্ত হওয়া দুইজনের মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসক (২৫)। অন্যজন পুরুষ রোগী (২৮)। তারা দুইজনেই বরিশাল সদরে বসবাস করেন।

[৭] সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন। তিনি জানান, রোববার রাতে তাদের পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরই জেলা প্রশাসন ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করেছে।

[৮] এর আগে গত ১৮ এপ্রিল শেবাচিমের আরও দুইজন ইন্টার্ন চিকিৎসক ও একজন মেডিকেল অফিসারের শরীরে করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এছাড়া দুইজন নার্স এবং দুইজন স্বাস্থ্য কর্মী। নতুন করে আক্রান্ত হওয়া নারী ইন্টার্ন চিকিৎসক করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেছিলেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়