শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় পা কেটে হত্যা মামলার প্রধান সহযোগী জুয়েল গ্রেপ্তার

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : [২] জেলার নবীনগরের কৃষ্ণনগরে চাঞ্চল্যকর পা কাটা মোবারক হত্যার প্রধান সহযোগী আাসামী জুয়েল (৩৫) কে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

[৩] সোমবার সকাল ৭ টার দিকে জেলার আশুগঞ্জের তারুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃত জুয়েল জেলার নবীনগরের লক্ষীপুর (হাজিরহাটি) গ্রামের জীবন মিয়ার ছেলে। র‌্যাব-১৪ জানায়,
জেলার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের কাউসার মোল্লা গ্রুপের সাথে জিল্লুর রহমান চেয়ারম্যান এর গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবৎ শত্রুতা চলিয়া আসিতেছে। এরই প্রেক্ষিতে গত ১২ এপ্রিল জিল্লুর রহমান চেয়ারম্যান এর গ্রুপের সদস্যরা কাউসার মোল্লা এর গ্রুপের সদস্যদের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়।

[৫] পরবর্তীতে কাউসার মোল্লা এর গ্রুপের সদস্যরা জিল্লুর রহমান চেয়ারম্যান এর গ্রুপের ঘর-বাড়ি পুড়িয়ে দেয়। দুই গ্রুপের সংঘর্ষের চেয়ারম্যান এর ইন্দনে কাউসার মোল্লা গ্রপের রোমান, জুয়েল, খোকন, জাবেদ, জাকির ও আব্বাস মিলে জিল্লুর রহমান চেয়ারম্যান গ্রুপের মো.মোবারক হোসেন এর পা কেটে আনন্দ মিছিল করে। সংঘর্ষে দুই গ্রপের ৩০ জন আহত হয়। মোবারক হোসেন’কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ১৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

[৬] ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে করে দায়েরকৃত মামলার এজহার নামীয় ও প্রধান সহোযোগী আসামি
জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে নবীনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়