শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১২:৪২ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতে সব চেয়ে বেশি কষ্টে মধ্যবিত্ত, বললেন মেয়র আতিকুল

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সব চেয়ে বেশি কষ্টে রয়েছে মধ্যবিত্ত। তারা লোকলজ্জায় করে কারো কাছে হাতও পাততে পারে না। এদের অনেকেই বিভিন্নভাবে আমাদের কাছে খাদ্যসামগ্রী সহায়তা চেয়েছেন।

[৩] আমি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সময় তাদের সামনে যাইনি। অনেক স্থানে আমাদের কর্মীরা বাসার সামনে রেখে এসেছেন, যাতে তারা লজ্জা না পান। লজ্জার কারণে অনেক পরিবার সামনে আসতে চান না। তাই আমি সবাইকে আহ্বান করবো, সরকারি বা ব্যক্তিগত ত্রাণসামগ্রী বিতরণকালে আমরা যাতে প্রচার বিমুখ হই।

[৪] তিনি প্রচার বিমুখ হয়ে খাদ্যসামগ্রী বিতরণের আহ্বান জানিয়েছেন আতিকুল ইসলাম বলেন, দেশের বর্তমান অবস্থায় আহ্বান করবো, যাতে বিত্তবানরা এগিয়ে আসে। আমি খেলাম আর আমার প্রতিবেশি অভুক্ত থাকলো, এটা যেন না হয়।

[৫] আমরা সবাই এগিয়ে আসি। ঘরে থাকি। জরুরি প্রয়োজনে বের হলে যেন সামাজিক দূরত্ব বজায় রাখি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

[৬] সোমবার বনানী বিদ্যানিকেতনে ত্রাণসামগ্রী কার্যক্রম পরিদর্শনে এসে মেয়র এসব কথা বলেন। এর আগে তিনি নিজেই গাড়ি চালিয়ে তার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন। পরে প্যাকেটজাতকরণ কাজে নিয়োজিত কর্মীদের কাজকর্ম ঘুরে দেখেন।

[৭] মেয়র জানান, ত্রাণ বিতরণের কাজে তাকে সাহায্য করছে সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’। সংগঠনটির তিন শতাধিক কর্মী প্রতিদিন খাদ্যসামগ্রী প্যাকেট করা থেকে শুরু করে সরবরাহ কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিটি প্যাকেটে থাকছে চাল, ডাল, আলু, তেল ও সাবান। এ পর্যন্ত প্রায় ২৩ হাজার পরিবারের মাঝে মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়