শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেতন প্রদানে ১৩০ বছর পর ডিজিটাল হচ্ছে রেলওয়ে

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম প্রতিনিধি : [২] রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা বেতন ভাতা ও পেনশনের টাকা নগদে পেয়ে আসছেন সেই ১৮৯০ সাল থেকে। করোনা ভাইরাসের কারণে ১৮৯০ সাল থেকে চলতে থাকা সেই অ্যানালগ ব্যবস্থাপনা অবশেষে ২০২০ সালের এপ্রিলে এসে ১৩০ বছর পর ডিজিটাল কার্যক্রম শুরু হয়।

[৩] রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে কর্মকর্তা-কর্মচারীরা বেতন ভাতা ও পেনশনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলে রেলের সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন বর্তমানে নগদের পরিবর্তে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

[৪] তারা প্রায় ২৭ হাজার পেনশন গ্রহীতাদের মধ্যে এই মাসে ইএফটির মাধ্যমে পেনশন দিয়েছে প্রায় ৩ হাজার ৮০০ জনের। ডাটা এন্ট্রি হয়ে গেছে প্রায় ৫ হাজার ৫০০ জনের। সামনে তারাও পেনশন ইএফটির মাধ্যমে পেয়ে যাবেন।

[৫] আগামী ডিসেম্বরের মধ্যেই পূর্বাঞ্চলের অবশিষ্ট পেনশন গ্রহীতারা ইএফটির মাধ্যমে পেনশন তুলতে পারবেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম ডিভিশনে প্রায় ৮৪ জন কর্মকর্তার বেতন ইএফটির মাধ্যমে দেয়া হচ্ছে। বাকিদেরও ইএফিটর মাধ্যমে দিতে দ্রুত কাজ করছে বলে জানা গেছে। তবে ঢাকা ডিভিশন কয়েকজন কর্মকর্তার ইএফটির মাধ্যমে টাকা দেওয়া হলেও বেশিরভাগই দেওয়া হচ্ছে নগদে। এ জন্যই লকডাউনের মধ্যেও দুইচারটি বগির রেক চালাতে হচ্ছে বিভিন্ন পয়েন্টে।

[৬] বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা জামশেদ মিনহাজ রহমান বলেন, ইএফটির সিস্টেমটি আমরা শুরু করেছিলাম। কিন্তু করোনার কারণে কাজটি বন্ধ হয়ে যাওয়ায় আর শেষ করতে পারিনি।

[৭] করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করবো। রেলসচিব মোফাজ্জেল হোসেন বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেমেন্ট সিস্টেম ডিজিটালে দিতে আরও কিছু সময় লাগবে।

[৮] পূর্বাঞ্চলে ডিজিটালে দেওয়া শুরু হলেও পশ্চিমাঞ্চলে এখনও শুরুকরতে পারেনি। আশাকরছি করোনা ভাইরাস স্বাভাবিক হলে কয়েক মাসের মধ্যে পেমেন্ট সিস্টেম ডিজিটালে নিয়ে আসতে পারবো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়