শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউএস বাংলার চার্টার্ড ফ্লাইটে ভারত থেকে ১৬৪ জন বাংলাদেশি ফিরেছেন

লাইজুল ইসলাম: [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান জানান, দুপুর ৩টা ৪৮ মিনিটে বিমানটি বাংলাদেশে এসে পৌছে। বোয়িং ৭৩৭-৮০০ ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-২১০ বিমানটি দিয়ে প্রথম প্লাইট পরিচালনা করা হলো।

[৩] তিনি আরো বলেন, যাত্রীদের সবাইকেই স্ক্যানিং করা হবে। এরপর তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবেন বিমানবন্দরের স্বাস্থ্য কেন্দ্র।

[৪] বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের সহকারী পরিচালক ডা. শাহরীয়ার সাজ্জাদ বলেন, এদের সবাইকে আমরা একে একে চেক করেছি। তাদের মধ্যে কিছু আছেন যারা রোগী। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য গিয়েছিলেন। তাদের আমরা বাসায় হোম কোয়ারেন্টাইনে দিয়ে দিচ্ছি। তাদের সঙ্গের লোকদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেখে ছেড়ে দেওয়া হয়েছে।

[৫] ডা. শাহরীয়ার সাজ্জাদ বলেন, যাদের নেগেটিভ সার্টিফিকেট নাই। তাদের অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা সবাইকে চেক করার পর জনাতে পারবো কতো জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

[৬] ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ কামরুল ইসলাম বলেন, এই প্রথম আমরা চার্টার্ড ফ্লাইট শুরু করলাম। এই ফ্লাইট আরো চলবে। যারা ফেরত আসতে চায় তারা যাতে যোগাযোগ করেন।

[৭] এর আগে চেন্নাইসহ ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ছয়টি বিশেষ ফ্লাইট পরিচালনার কথা জানায় ইউএস-বাংলা। চেন্নাই ছাড়া কলকাতা থেকেও বাংলাদেশিদের ফেরত আনবে তারা। এয়ারলাইন্সটি জানায়, এই দুই রুটের টিকিট রিজার্ভেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়