শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় অকারণে ঘোরাঘুরি ও দোকান খোলা রাখায় ৬০ হাজার টাকা জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : [২] জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে ও জনগণের যাতে অযথা ঘরের বাইরে না আসেন সেজন্য বিভিন্ন ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের নানান পদক্ষেপের পরও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না।

[৩] মানুষ উল্টো সামাজিক দূরত্ব না মেনেই বাজার হাটে অবাধে ঘোরাফেরা করছেন। দোকানে বসেআড্ডা দিচ্ছেন, খেলাধুলা করছেন।

[৪] রোববার(১৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এসময় অকারণে ঘোরাঘুরি এবং সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার কারণে ৪০টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৬০ হাজার ৬০০ টাকা।

[৫] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। এসময় বড়লেখা থানার ওসি ইয়াছিনুল হক উপস্থিত ছিলেন।

[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, আমরা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও মানুষকে ঘরে রাখার জন্য দফায় দফায় অভিযান চালাচ্ছি।

[৭] এখন বাধ্য হয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তারপরও যারা অকারণে ঘোরাঘুরি করবেন আমরা তাদের বিনুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়