শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে স্বেচ্ছায় পুলিশের কাছে হাজির হলেন করোনা আক্রান্ত ব্যক্তি

সিলেট প্রতিনিধি : [২] সোমবার ভোরে সিলেটের শাহপরাণ (র.) থানার শাহপরাণ মাজার তদন্তকেন্দ্রে হাজির হন তিনি। পরে ভোর ৪টার দিকে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে সিলেটে করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়।

[৩] সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাত ৯টার দিকে যখন ঘটনাটি জানাজানি হয়। তখন তাকে বিভিন্ন এলাকায় আমরা খোঁজাখুজি করি। এক্ষেত্রে তার স্বজনরাও সহযোগিতা করেন। এরপর ভোরে আক্রান্ত ব্যক্তি নিজে থেকেই শাহপরাণ (র.) তদন্তকেন্দ্রে হাজির হয়ে নিজের পরিচয় দিলে তাকে সুরক্ষিত অবস্থায় রেখে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পৌঁছানো হয়।

[৪] এর আগে রোববার (১৯ এপ্রিল) নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ার পর লাপাত্তা হয়ে যান ওই ইজিবাইকচালক। তিনি সিলেট সদর উপজেলার খাদিপাড়া ইউনিয়নের টিকরপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন। প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা ওখানে খোঁজ নিয়ে তাকে পাননি। অবশেষে রাতভর তাকে খোঁজা হলেও স্বেচ্ছায় তিনি পুলিশের কাছে উপস্থিত হন।

[৫] শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়