শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সঙ্কটের মধ্যে যৌন হয়রানি ঝুঁকিতে নারী শরণার্থীরা : জাতিসংঘ

মুসা আহমেদ : [২] করোনাভাইরাসের মধ্যে বাস্তুহারা নীরারা রয়েছে যৌন হয়রানির ঝুঁকিতে বলে মনে করছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞরা

(ইউএনএইচসিআর)। সোমবার এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, করোনার মত মহামারি সঙ্কটের মধ্যে অন্য দেশে আশ্রয় নেয়া নারীদের যৌন হয়রানির শিকার হতে হয়। শিশু কিশোরীরাও শিকার হচ্ছে বাল্যবিবাহের। এএফপি

[৩] সংস্থাটির সহকারি হাইকমিশনার গিলেন ট্রিগস বলেন, করোনা বিস্তার রোধে এরইমধ্যে বিশ্বজুড়ে চলছে লকডাউন। বন্ধ রয়েছে অধিকাংশ আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠান। বিশ্বের এ সঙ্কটময় মুহুর্তে বাস্তুহারা শরনার্থী ও অসহায় নারীদের প্রতি আমাদের জরুরি দৃষ্টি দেয়া প্রয়োজন। এ সময়ে তারা চরম ঝুঁকিতে রয়েছে। এ ধরনের অসহায় নারীদের জন্য আমাদের দরজা বন্ধ রাখা যাবে না। তাদের বেঁচে থাকার জন্য সাহায্যের হাত গুটিয়ে নেয়া যাবে না।

[৪] তিনি বলেন, বাস্তুহারা কমসংখ্যক নারীই হয়রানিকারীদের থেকে নিজেকে দূরে রাখতে পারে। তবে অনেকেই জীবনের নিরাপত্তাহীনতায় যৌনতায় বাধ্য হয়। অনেক ক্ষেত্রে কম বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া হয়, যা যৌন নির্যাতনের মধ্যে পড়ে। লকডাউনের কারণে তাদের পাশে এ মুহর্তে দাঁড়ানোও সম্ভব হয় না। আগের নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোও এখন করোনার কারণে স্থগিত করা হয়েছে।

[৫] এর সমাধানে ট্রিগস বলেন, এসব নারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশ্বের সকল সরকারপ্রধানের পদক্ষেপ নিতে হবে। করোনা নিয়ন্ত্রণ পরিকল্পনা তালিকায় তাদের নিরাপত্তার বিষয়টি জরুরিভাবে অন্তর্ভুক্ত করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়