শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আটকে পড়া মালদ্বীপের ৭১ জন নাগরিককে নিজ দেশে পাঠালো বিমান বাহিনী

ইসমাঈল হুসাইন ইমু : [২] সঙ্গে রয়েছে সশস্ত্র বাহিনী মেডিকেল টিমের ১০ সদস্য।

[৩] করোনাভাইরাস পরিস্থিতিতে আটকে পড়া মালদ্বীপের ৭১ জন নাগরিক ও মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশীদের করোনার চিকিৎসা সেবা প্রদানের জন্য ১০ সদস্যের একটি সশস্ত্র বাহিনী মেডিকেল টিম নিয়ে সোমবার মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। এসময় বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আইসাত সান সাকির উপস্থিত ছিলেন।

[৪] বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক, জিডি(পি)। উক্ত মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন।

[৫] বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরুপ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে মালদ্বীপের ৭১ জন নাগরিককে ঢাকা হতে মালদ্বীপে পোঁছে দেয়া হয়। এসকল নাগরিক বিশ^ব্যাপী করোনা পরিস্থিতির কারণে নিজ দেশ মালদ্বীপে ফিরতে পারছিল না।

[৬] দেশে পাঠানোর আগে বিমান বাহিনীর পরিবহন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও চাঁদপুর থেকে এবং সেনাবাহিনীর সহযোগীতায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে ঢাকায় আনা হয়। মালদ্বীপের সাথে বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে বিমান বাহিনীর সহয়তায় মালদ্বীপের এসকল অধিবাসীদের নিজ দেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

[৭] এছাড়াও মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ ১০ সদস্যের একটি সশস্ত্র বাহিনী মেডিকেল টিম মালদ্বীপে প্রেরণ করা হয়। এসকল মেডিকেল টিমের সদস্যরা বাংলাদেশীদের করোনাভাইরাসের চিকিৎসা সেবা প্রদান করবে। বৈশ্বিক এই ক্রান্তিকালে এক অপরকে সহযোগীতার নিদর্শন স্বরুপ মালদ্বীপের অধিবাসীদেরকে বিমান বাহিনীর সহায়তায় তাদের দেশে পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশ ভাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের পক্ষ হতে এই সহায়তা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়