শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে শ্রীপুরে অভুক্ত বানরের কান্না

আফজাল হোসেন, গজীপুর প্রতিনিধি : [২] ব্যবসা বাণিজ্যে অন্যতম প্রসিদ্ধ এলাকা শ্রীপুরের বরমী বাজার। এই বাজারে প্রায় দুই শতাব্দিকাল আগেই মানুষের সাথে আস্তানা গড়ে তুলে বন্যপ্রাণী বানর। দীর্ঘদিন ধরে বাজারের দোকান হতে তাদের খাবারের সংস্থান হলেও এবার করোনায় লকডাউনে দোকান পাট বন্ধ থাকায় খাবার সংকটে পড়ছে বরমীর প্রায় সহস্রাধিক বানর।

[৩] স্থানীয়রা জানান, এই বাজার এলাকায় বানর দলবেধে চলাচল করে, কখনও নদীর ধারে আবার কখনও দোকানের টিনের ছাদে সর্বত্রই এদের দেখা মেলে।বিভিন্ন দোকান হতে তাদের চাহিদামত খাবারের ব্যবস্থা করতে হতো। অন্যথায় তাদের অত্যাচার বেড়ে যেত।তবে এবার করোনার কারনে বাজারের দোকানপাট থাকে বন্ধ তাদের চাহিদামত খাবারেরও ব্যবস্থা হচ্ছে না।

[৪] স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার জানান, খাবারের অভাবে এই প্রাণী বিলীন হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা নিয়ে বিগত ২০১৭ সালে নভেম্বরে গাজীপুর জেলা প্রশাসন ৫টন খয়রাতী সাহায্য দিয়ে খাদ্য সহায়তা শুরু করেন।এদিকে ১বৎসর হলো এই তহবিল শেষ হয়ে যাওয়ায় নতুন ভাবে আর বরাদ্ধ না আসায় এখন খাবার দেয়া যাচ্ছে না।

[৫] এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার জানান, এ মুহুর্তে বানরের খাবার সহায়তা দেয়ার মত কোনো বরাদ্ধ আমাদের নেই। তবু প্রাণী বলে কথা, তাই প্রকৃতি থেকে খাবারের কোন ব্যবস্থা না থাকা ও করোনার প্রভাবে অভূক্ত থাকায় মানবিক দিক বিবেচনায় উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়