ডেস্ক রিপোর্ট : [২] গত কয়েক দিনের মধ্যে রোববার সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও গত ২৪ ঘন্টায় দেশটিতে ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩২১ জন বাংলাদেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
[৩] এর আগে শনিবার সিঙ্গাপুরে ৯৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এদের মধ্যে ৫৬৭ জনই ছিল বাংলাদেশি। দেশটিতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল এটি। শুক্রবার দেশটিতে ৩৭৮ জন এবং বৃহস্পতিবার ৩৪৩ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছিল।
[৪] রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তালিকায় দেখা গেছে, আক্রান্ত বাংলাদেশিদের সবাই শ্রমিক। এদের অধিকাংশ এস১১ ডরমেটরিতে থাকতেন। সিঙ্গাপুরে এ পর্যন্ত আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই এই ডরমেটরিতে থাকতেন।
[৫] মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ১৮৫ জনকে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুত্র : রাইজিংবিডি ডট কম / ই-আ