শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উহান থেকেই ছড়িয়েছে করোনা,দাবি ফ্রান্সের নোবেলজয়ী লুক মন্টানিয়ের

মৌরী সিদ্দিকা : [২] উহানের ল্যাবরেটরিতেই করোনার পরীক্ষা চলছিলো এবং সেখান থেকেই ছড়িয়েছে করোনা। এই দাবি করলেন ফ্রান্সের নোবেলজয়ী বিজ্ঞানী লুক মন্টানিয়ের।

[৩] ফ্রান্সের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, চলতি শতকের গোড়ার দিক থেকেই করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে উহানের ওই ল্যাবরেটরিতে। ওই গবেষণার সঙ্গে যারা যুক্ত, তারা প্রত্যেকেই করোনা ভাইরাস সংক্রান্ত সবকিছু জানেন। এই ভাইরাসের কোষে ম্যালেরিয়া এবং এইচআইভির জীবাণু মিলেছে।

[৪] এইডস ভাইরাস চিহ্নিত করার স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে নোবেল পুরস্কার পান লুক মন্টানিয়ের। কিন্তু করোনা ভাইরাস নিয়ে তার এই দাবি অনেকেই মানতে চাইছেন না। অনেকে এই বিজ্ঞানীর সমালোচনাও করছেন। এই দাবি প্রথম নয়। এর আগেও এক মার্কিনি গবেষক এমন দাবি তুলেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা। সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম দাবি করেছে, বাদুড়ের শরীরে স্বাভাবিকভাবেই থাকে করোনা ভাইরাস। এটি জৈব অস্ত্র নয়। কিন্তু তা সত্ত্বেও উহানের ল্যাবে এই ভাইরাস নিয়ে গবেষণা করা হচ্ছিলো। প্রাথমিকভাবে বাদুড়ের শরীর থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিলো করোনা ভাইরাস। উহানের ল্যাবে এটা নিয়েই গবেষণা চলছিলো। সেই ল্যাবের এক কর্মীর শরীরেই ভুলবশত সংক্রমণ ছড়িয়ে পড়ে। তিনি উহানের কয়েকজন বাসিন্দাকে সংক্রামিত করেন। এরপর সর্বত্র ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সূত্র : আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়