শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসম্ভব কিউট এ জাতিকে করোনার দাপটও দাবিয়ে রাখতে পারবে না!

ফাহমিদা হক : অসম্ভব কিউট এক জাতিÑ দুনিয়ার করোনার দাপট তাদের দাবিয়ে রাখতে পারবে না। বিশ্ব যখন নিজেদের সেইফ রাখতে সব আকাশ পথের যোগাযোগ বন্ধ করে দেয় এই দেশের মন্ত্রী তখন গর্বে তাকধুম তাকধুম করতে করতে নিজেদের বিশ্বসেরা, সুরক্ষিত বিমানবন্দরের অধিকারী বলে মাটিতে পা রাখার কথা ভুলে গিয়ে খুশিতে তালিয়া বাজায়। যেমন পাগলের সুখ সবখানে।
স্বাস্থ্যমন্ত্রীর কথা না বলি, বিনোদন প্রিয় দেশবাসী তাকে জন্মের মতো চিনতে পেরেছে । সব লাভ লোভের হিসাব ভুলে বিশ্বাবাসী যখন জীবন বাঁচাতে ঘরে থাকার কথা বলে, এ দেশের মাথাওয়ালা লোভীরা তখন অসহায় পোশাক শ্রমিকদের ঘর থেকে বাইর করে আনে রাস্তায়। বিশ্বময় যখন এই সময়ে ডাক্তারদের হাততালিতে সাহস দেয়, প্রেরণা যোগায় এ দেশে তখন ডাক্তারদের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে। সারাবিশ্বের সঙ্গে আমাদের পুলিশ ভাইদের তুলনা করতে চাই না, এ দেশে সবচেয়ে বকা খাওয়ার অধিকার কেবল পুলিশের। যারা একরুমে কাতারে কাতারে ঘুমায়। আলাদা থাকা বলতে পরিবারের বাইরে থাকা বোঝে। করোনারকালে এই পুলিশ এখনো মরেনি। দলে দলে আক্রান্ত বা মরা শুরু করার আগে আমরা জানতেই পারবো না তাদের আলাদা থাকার কোনো রকম ব্যবস্থাই এ দেশে নেই। সবচেয়ে মানবেতর জীবনই তাদের যেন জন্মের অধিকার।
সারা দুনিয়া যখন মরা মানুষকে সাবধানে সমাহিত করছে, বেঁচে থাকাদের সুরক্ষা দিতে হন্যে হয়ে নানাভাবে জীবিতদের ঘরে রাখার বাঁচিয়ে রাখার উপায় বলে যাচ্ছে, এ দেশে তখন জানাজার নামে বাইরে বেরিয়ে কিলবিল করছে। তারা না নিজেরটা বোঝে, না অন্যেরটা। তারা কেবলই অন্ধ, বোধহীন জৈব যন্ত্র। তারা ধুতুরা গাছ গায়ে মেখে বলবে কুলকায় কেন? কচুক্ষেত চাষ করে বলবে মিষ্টি আম পাই না কেন? তাদের আল্লাহ ছাড়া কেউ থামিয়ে দিতে পারবে না। আমি প্রতিদিন বলি আর করোনার কোনো খবর দেখবো না, কিন্তু আমি তো এই জাতির অংশ কিনা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়