শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগীশূন্য হাসপাতাল, রোগীদের বাড়িতে যাচ্ছেন চিকিৎসকরা

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : [২] করোনা সংকট ও শঙ্কার কারনে সাধারণ অসুখ-বিসুখে মানুষ এখন হাসপাতাল বিমুখ। হাসপাতালে গেলেও তেমন চিকিৎসাসেবা মিলছে না। ক্লিনিক-ডায়গনস্টিক সেন্টারও বন্ধ প্রায়। এমন অবস্থায় রাজশাহীর বাগমারায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। চিকিৎসকরা রোগীদের বাড়ি যাচ্ছেন।

[৩] জ্বর, সর্দি, কাশিসহ বিভিন্ন সাধারণ রোগ নিয়ে আর হাসপাতালে যেতে হচ্ছে না রাজশাহীর বাগমারার লোকজনকে। চিকিৎসকেরাই ছুটে যাচ্ছেন রোগীদের বাড়ি বাড়ি। এভাবে এক সপ্তাহ ধরে রোগীদের খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে চিকিৎসা দিচ্ছেন রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।

[৪] বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরা লোকজন খুঁজে বের করে বাড়িতে গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এ উপজেলার গ্রামে গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। করোনাভাইরাস সংক্রমণের এই সংকটকালে হাতের কাছে সরকারি চিকিৎসক পাওয়ায় অনেকের মনোবল বেড়েছে।

[৫] বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসকরে সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহখানেক আগে থেকে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দেয়ার প্রক্রিয়া শুরু হয়। এ বিষয়ে চিকিৎসকেরা সম্মত হওয়ার পরেই প্রক্রিয়াটি বাস্তবায়নে মাঠে নামে চিকিৎসকের দল। প্রথমে ইউনিয়ন পর্যায়ের গিয়ে স্বাস্থ্যকর্মীরা রোগীদের খুঁজে বের করেন। তবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনদের বেশি গুরুত্ব দেয়া হয়। অনেক রোগী মোবাইলে তাদের সমস্যার কথা জানিয়ে চিকিৎসাসেবা দেয়ার কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়