শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতাধিক চিকিৎসকসহ ৩শ স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত, পাঁচ শতাধিক কোয়ারেন্টাইনে, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি ড্যাবের

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের দাবি, তাদের (সরকার) তথাকথিত এই ভুলের জন্যই একজন মেধাবী চিকিৎসক প্রাণ হারিয়েছেন। তারা মনে করেন এটি কোন ভুল নয় বরং দীর্গ ১১ বছর যাবত স্বাস্থ্যখাতে প্রবাহমান দুর্নীতির প্রকাশিত একটি রুপমাত্র।

[৩] সংগঠনাটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম যৌথ বিবৃতিতে বলেন, (ড্যাব) দ্ব্যর্থহীনভাবে বলতে চায় এদেশের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী ও জনগণ আপনাদের এই কর্মকাণ্ড এবং মিথ্যাচার কখনও মেনে নিবে না। সময় এসেছে ভাঁওতাবাজি ও দুর্নীতির জবাবদিহি করার। জনগণের আদালতে অচিরেই আপনাদের মুখোমুখি হতে হবে।

[৪] তারা অনতিবিলম্বে এই দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রীসহ, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের অপসারণ দাবি করেন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা জনগণকে সাথে নিয়ে জনতার আদালতেই তাদের বিচার করবে।

[৫] রোববার বিবৃতি বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য নির্ধারিত এন-৯৫ মাস্কের পরিবর্তে সাধারণ মাস্ক সরবরাহ করা হয়েছে। তারা বলেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছেন, মানুষকে ধোঁকা দিয়ে সহানুভূতি আদায়ের প্রয়াস নিয়েছেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনিটর নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়