শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামেক হাসপাতালে চিকিৎসায় ত্রুটি নেই বলছে কর্তৃপক্ষ [২] চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীদের

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : [৩] উত্তরাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে। প্রতিদিন রোগী ভর্তি হয় ১ হাজারেরও বেশি। করোনার প্রভাবে বহির্বিভাগে এখন আর নেই আগের মতো রোগী। হাসপাতালের ওয়ার্ডও রোগী শূণ্য।

[৪] ১ হাজার শয্যার হাসপাতালে বর্তমানে ১২’শ শয্যায় উন্নীত করণের পর সবসময় রোগী ভর্তি থাকে ১৮’শ থেকে প্রায় ২হাজার। বিশেষ করে রামেক হাসপাতালের বহির্বিভাগেও প্রতিদিন দেড় দু’হাজার মানুষ চিকিৎসা নেন।

[৫] রামেক হাসপাতালে রোগী কমে এখন পুরো হাসপাতালে সর্বোচ্চ ৫০০ রোগী নেই। রোগীর চাপ না থাকলেও যে রোগী আছে তারা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন।

[৬] রোগীরা বলছেন, যারা ভর্তি হচ্ছেন বা ভর্তি আছেন তারা শুধু হাসপাতালেই থাকছেন কিন্তু কাঙ্খিত চিকিৎসা পাচ্ছেন না।

[৭] তবে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না। রোগী কম থাকায় এখন চিকিৎসার অবস্থা অনেক ভালো। চিকিৎসার কোনো ত্রুটি নেই বলেও দাবি করা হয়েছে।

[৮] এ প্রতিবেদকের সঙ্গে রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, রোগীদের এ অভিযোগ সঠিক নয়। কারণ প্রতিটি চিকিৎসককে পিপি দেয়া হয়েছে। তাদের সার্বক্ষণিক হাসপাতালে রাখা হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে রামেক হাসপাতালের চিকিৎসকরা যেমন সতর্ক তেমনি হাসপাতালের ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রতিও তেমনি সতর্ক অবস্থায় আছেন। চিকিৎসা ব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো বলেও উল্লেখ করেন তিনি। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়