শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইবার এট্যাকের শিকার কগনিজ্যন্ট

মুসা আহমেদ: [২] করোনার মধ্যে সাইবার এট্যাকের শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ জার্সিতে অবস্থিত বিশ্বের অন্যতম বড় টেকনোলোজি সলিউশন প্রতিষ্ঠান কগনিজ্যান্ট। শনিবার প্রতিষ্ঠানের এক বিবৃতির বরাত দিয়ে খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমস

[৩] কগনিজ্যান্ট জানায়, আমাদের প্রতিষ্ঠানের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ফাইলগুলো হ্যাক করেছে মেইজ নামের একটি র‌্যানসামওয়্যার সফটওয়্যার। এ কারণে কর্মীদের কাজে বিঘ্ন ঘটছে। সাইবার সুরক্ষা কোম্পানিগুলোর সহায়তা নিয়ে এ সমস্যা দূর করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আইনজীবীদের সঙ্গেও আলাপ করা হয়েছে।

[৪] এ বিষয়ে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘ম্যাকফি’ জানায়, হ্যাকারার এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে ফাইলগুলো সংক্রমিত করে নিজেদের নিয়ন্ত্রণে আনে। এক্ষেত্রে দাবিকৃত অর্থ ফেরত না পেলে প্রতিষ্ঠানের গোপন তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ক্ষতি করে থাকে।

[৫] এ সমস্যা সমাধানের বিষয় নিয়ে কগনিজ্যান্ট বলছে, এ হ্যাকিং সমস্যা সমাধানে রক্ষণশীল ভূমিকায় এগোচ্ছি আমরা। বিষয়টি মিমাংসার জন্য আমাদের কর্মীসহ অন্যান্য নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ চালিয়ে যাচ্ছি ।

[৬] র‌্যানসামওয়ার এমন একটি ভাইরাস সফটওয়ার যার মাধ্যমে হ্যাকাররা টার্গেট করা প্রতিষ্ঠানের সব গুরুত্বপূর্ণ ফাইলগুলো সংক্রমিত করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বিপুল পরিমাণ উদ্ধারমূল্য দাবি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়