শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯-এর মধ্যেই নেটফ্লিক্সের ৬টি শিক্ষামূলক তথ্যচিত্র মুক্তি পেল ইউটিউবে

ইমরুল শাহেদ : [২] এই ১০টি তথ্যচিত্র ও ধারাবাহিক ভার্চুয়াল পড়াশোনার জন্য শিক্ষকদের সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে নেটফ্লিক্স। এই তথ্যচিত্র ও ধারাবাহিকের জন্য কোনো প্রকার অর্থ দিতে হবে না। শিক্ষকরা চাইলেই সেগুলো ব্যবহার করতে পারবেন। ইয়ন, এনডিটিভি

[৩] করোনা মহামারীতে সারা বিশ্ব এখন থমকে গেছে। এতে কয়েক মিলিয়ন শিক্ষার্থী ঘরবন্দি হয়ে পড়েছে। এখন তাদের বেশির ভাগই লেখাপড়া অব্যাহত রাখার জন্য ভার্চুয়াল ক্লাশের ওপর নির্ভর করছে।

[৪] বিগত কয়েক বছর থেকেই ক্লাশরুমে তথ্যচিত্র প্রদর্শনের জন্য নেটফ্লিক্স শিক্ষকদের অনুমতি দিয়ে রেখেছে। শুক্রবার নেটফ্লিক্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। সেজন্য তাদের অনুরোধে মার্কিন ইউটিউব চ্যানেলে তথ্যচিত্রগুলো মুক্তি দেওয়া হয়েছে। আমরা মনে করি স্বল্প পরিসরে হলেও এই তথ্যচিত্রগুলো সারা বিশ্বের শিক্ষকদের কিছুটা হলেও সহায়তা করবে।’

[৫] বিনা অর্থে মুক্তি দেওয়া তথ্যচিত্রগুলোর মধ্যে ডেভিড এটেনব্যুরোর ‘আওয়ার প্লানেট’ ছবিটি। প্রাকৃতিক বিশ্বের বিস্ময় তাতে তুলে আনা হয়েছে। এতে দুবেরেইজ-এর ‘১৩তম’ ছবিটিও। এই ছবিটিতে ১৩তম সংশোধনী নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটি হলো যুক্তরাষ্ট্রের কারাগার নিয়ে ‘এ্যাবস্ট্রাক্ট : দি আর্ট অব ডিজাইন’। এছাড়াও রয়েছে নবাগত শিশুদের নিয়ে ছবি ‘বেবিজ’।

[৬] এছাড়া এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে তথ্যচিত্রগুলো নিয়ে শিক্ষামূলক গাইডলাইনস ও প্রশ্ন-উত্তরের বিষয়টিও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়