শিরোনাম
◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার ১১৫ এলাকায় করোনা রোগী শনাক্ত

মহসীন কবির : [২] করোনাভাইরাস বা কোভিড-১৯ বাংলাদেশে যেসব এলাকায় শনাক্ত হয়েছে তার মধ্যে এগিয়ে আছে ঢাকা। শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মোট ১১৫টি এলাকায় ৮৪৩ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। এগুলোগুলো হলে;

০১. আদাবর ৫ জন। ০২. আগারগাঁও ৫ জন। ০৩. আরমানিটোলা ১ জন। ০৪. আশকোনা ১ জন। ০৫. আজিমপুর ১৩ জন।
০৬. বাবুবাজার ১১ জন। ০৭. বাড্ডা ৮ জন। ০৮. বেইলি রোড ৩ জন। ০৯. বনানী ৮ জন। ১০. বংশাল ১৬ জন। ১১. বানিয়ানগর ১ জন। ১২. বাসাবো ১৭ জন। ১৩. বসুন্ধরা ৬ জন। ১৪. বেগুনবাড়ী ১ জন। ১৫. বেগমবাজার ১ জন। ১৬. বেড়িবাঁধ ১ জন।
১৭. বকশীবাজার ১ জন। ১৮. বছিলা ১ জন।

১৯. বুয়েট এরিয়া ১ জন। ২০. ক্যান্টনমেন্ট ১ জন। ২১. সেন্ট্রাল রোড ১ জন। ২২. চানখাঁরপুল ৭ জন। ২৩. চকবাজার ১২ জন।
২৪. ঢাকেশ্বরী ১ জন। ২৫. ডেমরা ৩ জন। ২৬. ধানমণ্ডি ২১ জন।২৭. ধোলাইখাল ১ জন। ২৮. দয়াগঞ্জ ১ জন। ২৯. ইস্কাটন ৬ জন। ৩০. ফরিদাবাদ ১ জন। ৩১. ফার্মগেট ১ জন। ৩২. গেণ্ডারিয়া ১৬ জন। ৩৩. গোড়ান ১ জন। ৩৪. গোপীবাগ ৩ জন। ৩৫. গ্রিন রোড ১০ জন। ৩৬. গুলিস্তান ৩ জন। ৩৭. ওয়ারীতে ২৮ জন। ৩৮. গুলশান ১৪ জন। ৩৯. হাতিরঝিল ১ জন।
৪০. হাতিরপুল ৩ জন। ৪১. হাজারীবাগ ১৬ জন। ৪২. ইসলামপুর ২ জন। ৪৩. জেলগেট ২ জন। ৪৪. যাত্রাবাড়ী ২৫ জন।
৪৫. জিগাতলা ৫ জন। ৪৬. জুরাইন ৩ জন। ৪৭. কল্যাণপুর ২ জন। ৪৮. কামরাঙ্গীরচর ৪ জন।

৪৯. কাজীপাড়া ৩ জন। ৫০. কারওয়ান বাজার ১ জন। ৫১. কচুক্ষেত ১ জন। ৫২. খিলগাঁও ২ জন। ৫৩. খিলক্ষেত ১ জন।  ৫৪. কলতাবাজার ১ জন। ৫৫. কদমতলী ২ জন। ৫৬. কোতোয়ালি ৪ জন। ৫৭. কুড়িল ১ জন। ৫৮. লালবাগ ২৩ জন। ৫৯. লক্ষ্মীবাজার ৫ জন। ৬০. মালিটোলা ১ জন। ৬১. মালিবাগ ৪ জন। ৬২. মানিকদী ১ জন। ৬৩. মাতুয়াইল ১ জন।
৬৪. মীরহাজীরবাগ ২ জন। ৬৫. মিরপুর ১-এ ৮ জন। ৬৬. মিরপুর ৬-এ ৩ জন। ৬৭. মিরপুর ১০-এ ৭ জন। ৬৮. মিরপুর ১১-এ ১৩ জন। ৬৯. মিরপুর ১২-এ ১১ জন। ৭০. মিরপুর ১৩-এ ২ জন। ৭১. মিরপুর ১৪-এ ৬ জন। ৭২. মিটফোর্ড ২৬ জন।

৭৩. মগবাজার ১১ জন। ৭৪. মহাখালী ১২ জন। ৭৫. মোহনপুর ১ জন। ৭৬. মোহাম্মদপুর ৩৪ জন। ৭৭. মতিঝিল ১ জন।
৭৮. মুগদা ৩ জন। ৭৯. নবাবপুর ১ জন। ৮০. নবাবগঞ্জ ২ জন। ৮১. নারিন্দা ৩ জন। ৮২. নাখালপাড়া ৫ জন। ৮৩. নিমতলী ৪ জন। ৮৪. নিকুঞ্জ ১ জন। ৮৫. পীরেরবাগ ২ জন। ৮৬. পুরানা পল্টন ২ জন। ৮৭. রাজারবাগ ১৩ জন। ৮৮. রামপুরা ৪ জন। ৮৯. রমনা ৫ জন। ৯০. রায়েরবাগ ১ জন। ৯১. রাজাবাজার ১ জন। ৯২. রায়েরবাজার ১ জন। ৯৩. সবুজবাগ ২ জন। ৯৪. সদরঘাট ১ জন।

৯৫. সায়েদাবাদ ১ জন। ৯৬. সায়েন্স ল্যাব ১ জন। ৯৭. শাহআলীবাগ ২ জন।৯৮. শাহবাগ ৬ জন। ৯৯. শাঁখারীবাজার ১০ জন।
১০০. শান্তিবাগ ১ জন। ১০১. শ্যামপুর ১ জন। ১০২. শান্তিনগর ৮ জন। ১০৩. শ্যামলী ৭ জন। ১০৪. শেওড়াপাড়া ১ জন।
১০৫. শেখেরটেক ১ জন। ১০৬. সোয়ারীঘাট ৩ জন। ১০৭. সিদ্ধেশ্বরী ৩ জন। ১০৮. শনির আখড়া ১ জন। ১০৯. সূত্রাপুর ৯ জন।
১১০. তেজগাঁও ১৬ জন। ১১১. তেজতুরী বাজার ১ জন। ১১২. টোলারবাগ ১৯ জন। ১১৩. উর্দু রোড ১ জন। ১১৪. উত্তরা ২৩ জন।
১১৫. ভাটারা ১ জন। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়