শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর চাটখিলে করোনা উপসর্গে নারীর মৃত্যু, ১৮পরিবার লকডাউন

নোয়াখালী প্রতিনিধি: [২] উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে জ্বর, শ্বাস কষ্ট ও ডায়বেটিস আক্রান্ত হয়ে এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। তিনি মোহাম্মদপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা।

[৩] মৃতের শরীরের করোনা উপসর্গ থাকা সন্দেহে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রশাসন থেকে লকডাউন করা হয়েছে ওই নারীর বাড়ী, যেখানে রয়েছে ১৮টি পরিবার।

[৪] রোববার (১৯ এপ্রিল) সকালে মৃত নারীর বাড়ী লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম। তিনি বলেন, লকডাউনকৃত বাড়ীর সামনে লাল পতাকা টাঙানো হয়েছে।

[৫] স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত নারী দীর্ঘদিন যাবত ডায়বেটিস ও উচ্চরক্তচাপে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর থেকে বাড়ীতেঅবস্থান করে স্থানীয় ভাবে চিকিৎসা নেন তিনি। শনিবার সন্ধ্যায় হাসনাবাদ এলাকার ডা. নাছির উদ্দিনের কাছে গিয়ে চিকিৎসা নেন ওই নারী। শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ীতে মারা যান তিনি।

[৬] চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহিদুল আহমদে নয়ন বলেন, রাতে মৃত ব্যক্তির ও সকালে তার ছেলে এবং মেয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করা করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়েছে।

[৭] এ অবস্থায় মৃতের সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৮] চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির বাড়ীটি লকডাউন করে প্রশাসনের নজরধারীতে রাখা হয়েছে। যাতে করে ওই বাড়ীতে বাইরের কেউ ভেতরে ও ভেতরের কেউ বাইর না চলাচল করতে পারে।
সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়