শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রাণ চুরি ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে গণতদারকি কমিটি গঠনের আহবান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

মনিরুল ইসলাম : [২]  খাদ্য ও ত্রাণ সামগ্রী চুরি এবং দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ প্রতিরোধে সকল পর্যায়ে ‘গণতদারকি কমিটি’ গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পার্টির রাজনৈতিক পরিষদের সভায় করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা শেষে এই আহ্বান জানানো হয়।

[৩] আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সভায় অংশগ্রহণ করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল। সভায় গৃহীত প্রস্তাবে অনতিবিলম্বে দুইটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানানো হয়। এরমধ্যে একটি টাস্কফোর্স হবে করোনা সংক্রমণ পরীা ও চিকিৎসা বিষয়ক এবং অপরটি হবে জরুরী খাদ্য ত্রাণ ও কৃষি বিষয়ক। দুটো টাস্কফোর্সেই ডাক্তার, বিশ্লেষক, রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সভায় ফিল্ড হাসপাতাল তৈরী ও চিকিৎসা এবং খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণে সশস্ত্র বাহিনীর দতাকে পুরোপুরি কাজে লাগানোর দাবি জানানো হয়।

[৪] গৃহীত প্রস্তাবে বলা হয়, করোনার এই জাতীয় দুর্যোগে সরকারের ‘একলা চলো নীতি’ আত্মঘাতি হবে এবং বিপদ আরো বাড়িয়ে তুলবে। তাই দলীয় সংকীর্ণতা পরিহার করে সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার প্রতিনিধি, বিশেষজ্ঞ, গবেষক, জনসমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সবাইকে যুক্ত করে সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

[৫] সভায় ত্রাণ বিতরণে দলীয়করণ ও স্বজনপ্রীতির তৎপরতা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানানো হয়। এছাড়া পার্টির নেতা-কর্মীদেরকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে করোনা পীড়িত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়