শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে পৃথক স্থানে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার!

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: [২] উপজেলার পৃথক স্থান থেকে পারভিন আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী ও আব্দুল আজিম (২০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

[৩] নিহতরা হচ্ছেন, চরএলাহি ইউনিয়নের ৯নং ওয়ার্ড গাংচিল গ্রামের ওমান প্রবাসী আব্দুল গফুরের মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি ছাত্রী পারভিন আক্তার এবং সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহম্মদনগর গ্রামের মাহমুদুল হকের ছেলে ও সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র আব্দুল আজিম।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্কুল ছাত্রী পারভিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার মা ও ভাইয়ের সাথে বাকবির্তক হয়। পরে রাতে আর কিছু জানা যায়নি। শনিবার সকালে ওই ছাত্রীর ঘর থেকে কান্নার শব্দ পেয়ে বাড়ির লোকজন ভেতরে গিয়ে পারভিনের লাশ দেখতে পায়। স্থানীয়দের ধারণা মা ও ভাইয়ের সাথে অভিমান করে পারভিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় একটি দাগ রয়েছে। কিন্তু তার পরিবারের দাবি, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে পারভিন।

[৫] এবিষয়ে গাংচিল ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল মালেক জানান, মেয়েটি ফাঁসি দিয়েছে বলেই জেনেছি।

[৬] অপরদিকে, শনিবার দুপুরে ঘরের বাইরে যাওয়া নিয়ে কলেজছাত্র আব্দুল আজিমকে বকাবকি করে তার মা। ঘটনায় মায়ের সাথে অভিমান করে শনিবার বিকালে নিজেদের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আজিম।

[৭] কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আরিফুর রহমান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়