শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:২৯ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের ৭ম অধিবেশনে প্রায় ১০০ সংসদ সদস্য উপস্থিত ছিলেন : চীফ হুইপ

মনিরুল ইসলাম : [২] একাদশ জাতীয় সংসদের স্বল্প সময়ের ৭ম অধিবেশনে প্রায় ১০০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তিনি এ প্রতিবেদককের সঙ্গে আলাপকালে বলেন, আল্লাহ কাছে শোকরিয়া। আমরা নিয়ম রক্ষার অধিবেশনটি ভালোভাবেই সমাপ্তি করতে পারলাম। যদিও অধিবেশনটি সংক্ষিপ্ত হয়েছে।

[৩] তিনি বলেন, আমরা মূলত ঢাকায় অবস্থানকারী সংসদ সদস্যদের ওপর বেশি জোর দিয়েছি। সিনিয়র সদস্যদের শারীরিক অবস্থা বিবেচনা করে সংসদ অধিবেশনে আসতে অনুরোধ জানিয়েছি। আমরা কোরামের ওপরই খেয়াল রেখেছি। যারা ঢাকার বাইরে রয়েছেন ত্রাণ তদারকিতে তারা অধিবেশনে আসতে পারেননি। আমরাও কোনো তাগিদ দেইনি।

[৪] করোনাভাইরাসের কথা উল্লেখ করে চীফ হুইপ বলেন, বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে সারাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা মেনে চলতে বলেছেন। গতকাল প্রধানমন্ত্রী তার সমাপনী ভাষণে দেশবাসীকে ধৈর্য্যধারণের আহ্বান জানিয়েছেন। ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে বলেন। অযথা ঘুরাঘুরি করতে বারণ করেছেন। ঘরে থাকতে বলেছেন। ঘরে বসে ইবাদত-বন্দেগি করতে পরামর্শ দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর কথা শুনে ঘরে অবস্থান করলে করোনার ভয়াবহতা থেকে মুক্তি পাবো আশা করি।

[৫] তিনি জাতীয় পার্টি ও বিএনপির যেসব সদস্য অধিবেশনে উপস্থিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানান।

[৬] প্রসঙ্গত, সংবিধানে এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার সাংবিধানিক বাধ্য-বাধকতা থাকার কারণে গতকাল ১৮ এপ্রিল অধিবেশন আহ্বান করা হয়। সর্বশেষ ৬ষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়