শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিজিবি সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত, ২লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি : [২] জেলার বিজিবি সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছেন।এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।[৩]শনিবার দিবাগত রাতে শাহপরীরদ্বীপ নাফনদী গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হলেন,সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত জবর মুলুকের ছেলে জাফর আলম(৩০)।

[৪] টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান,শাহপরীরদ্বীপ বিওপি একটি বিশেষ টহলদল গোলারচর এলাকায় টহলে গেলে।দূর থেকে ৩-৪জন ব্যক্তিকে নৌকা নিয়ে নাফনদী ও সাগরের মোহনা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।নৌকাটি গোলারচরের দিকে আসার সাথে সাথে টহলদল তাদের চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই নৌকায় আরোহী ব্যক্তিরা লাফিয়ে নেমে সাগরের তীর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

[৫] টহলদল তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা অতর্কিতভাবে গুলি ছোড়ে।এতে বিজিবি দুই সদস্য আহত হন।আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।এতে উভয়পক্ষের মধ্যে ৩-৪মিনিট গুলি বিনিময় হয়।এক পযার্য়ে ইয়াবা পাচারকারী গুলি করতে করতে অন্ধকারের সুযোগে গ্রামের দিকে পালিয়ে যায়।গুলাগুলি থামার পরে টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২লাখ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি কার্তুজের খালি খোসা ও একটি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে।

[৬] প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৭] তিনি আরো বলেন,আহত বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়