শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪, স্বাস্থ্য বিভাগেরই ১৬ জন

মাসুদ আলম : [২] তাদের মধ্যে আট জন চিকিৎসক। বাকি ৮ জন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ও স্বাস্থ্যকর্মী। জেলার একটি উপজেলায় প্রশাসনের উচ্চ পদস্থ একজন কর্মকর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। নতুন ২৪ জনের মধ্যে ২০ জন পরুষ ও ৪ জন নারী। এ পর্যন্ত জেলায় ১৯ চিকিৎসক, পুলিশ সদস্যসহ ৭৬ জন শনাক্ত হলেন।

[৩] কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতাগুলোর চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৪ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর, ইটনা, কটিয়াদী, তাড়াইল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও করোনা হানা দিয়েছে। ১৬ এপ্রিল জেলা থেকে ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ২৪ জনের পজেটিভ এসেছে। ৭৬ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, ইটনা উপজেলায় ৫ জন, বাজিতপুরে ২ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, কুলিয়ারচরে ৭ জন, কটিয়াদীতে ২ জন, মিঠামইনে ৩ জন, অষ্টগ্রামে একজন. হোসেনপুরে ২ জন ও নিকলীতে একজন করোনা শনাক্ত হয়েছেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে দু’জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দু’জন, ময়মনসিংহের এসকে হাসপাতালে একজনের চিকিৎসা হচ্ছে। বাকিরা নিজ নিজ বাসাবাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়