শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিংগাইরে চালবাজি নিয়ে জনমনে নানা প্রশ্ন

সিরাজুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি : [২] মানিকগঞ্জের সিংগাইরে স্বল্প মূল্য খাদ্য বান্ধব কর্মসূচীর বরাদ্ধকৃত চাল অবৈধভাবে আত্মসাৎ ও মজুদ রাখার অভিযোগে ২ ডিলারকে গ্রেপ্তার হওয়ার পর আবারও চাল কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।

[৩] শনিবার (১৮এপ্রিল) সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চাপরাইল গ্রামে সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৩ দিন আগে গভীর রাতে চাপরাইল গ্রামের সাগর আলীর পুত্র চুন্নু মিয়ার বিল্ডিংয়ে সিমেন্টের বস্তা রাখার কথা বলে প্রায় শতাধিক বস্তা চাল রাখা হয়। শনিবার ভোর রাতে ওই চাল (ঢাকা মেট্টো নং-১১- ৫৪৭৮) ট্রাকযোগে নেয়ার পথে এলাকাবাসি বাঁধা দেন। ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে বস্তা ছিঁড়ে চাল মাটিতে পড়ে গেলে গোমর ফাঁস হয়। এ সময় এলাকাবাসী ওই ট্রাক ভর্তি চাল নিতে বাধা দিলেও দ্রুত ট্রাকটি ওই স্থান ত্যাগ করে।

[৪] স্থানীয় বাসিন্দা মেছের আলীর ছেলে আঃ হাকিম অভিযোগ করে বলেন, চালগুলো গভীর রাতে এনে রাখে। ভোর রাতে ওই চাল সরিয়ে ফেলার চেষ্টা করলে আমার সাথে ট্রাক ড্রাইভার ছাত্তারের বাক-বিতন্ডার একপর্যায়ে ধাক্কা-ধাক্কি হয়। এ সময় ট্রাকটি দ্রুত যাওয়ার চেষ্টা করলে ঝাঁকি লেগে বস্তা ফেঁটে চাল মাটিতে পড়ে যায়। পরবর্তীতে জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যানের চালের কথা শুনে আমরা ট্রাকটি ছেড়ে দেই। তবে জয়মন্টপ ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা ভালো থাকা সত্ত্বেও জামির্ত্তা ইউনিয়নে চাপরাইল এলাকায় চাল রাখা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

[৫] চুন্নু মিয়ার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

[৬] জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন বলেন, ত্রাণ দেয়ার জন্য আমি গত শুক্রবার (১৭এপ্রিল) কামাল হোসেনের কাছ থেকে ১ হাজার ৯৫০ টাকা দরে ৫০ কেজি ওজনের ৭৫ বস্তা চাল ক্রয় করি। শনিবার সকাল ৮টার দিকে আমার ইউনিয়ন পরিষদে চাল পৌঁছে দেন।

[৭] এ প্রসঙ্গে মোঃ কামাল হোসেন নিজের চালের কথা স্বীকার করে বলেন, চলতি মাসের ৫তারিখে বাইরে থেকে ৭৫বস্তা মোটা চাল ক্রয় করেআত্মীয়র বাড়িতে রেখে ছিলাম।ওই চাল জয়মন্টপ ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের কাছে বিক্রি করেছি।

[৮] এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সূলতানা বলেন, মজুদ রাখা চাল ট্রাকে করে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে চাল পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টির সত্যতা মিলেছে। বস্তা ছিড়ে মাটিতে পড়ে থাকা ওই চালের নুমনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

[৯] উল্লেখ্য, মোঃ কামাল হোসেন খাদ্য বান্ধব চালের ডিলার মোঃ এবারত হোসেনের সহকারি ও জয়মন্টপ গ্রামের দলিল উদ্দিনের পুত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়