শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে পুলিশ, আক্রান্ত হচ্ছে করোনায়

মাসুদ আলম : [২] করোনা সংক্রমণরোধে রাজধানীসহ সারাদেশে সক্রিয় ভ’মিকা পালন করেছেন পুলিশ সদস্যরা। চিকিৎসকদের পরই সম্মুখযুদ্ধে রয়েছে পুলিশ। প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লায়ও সাধারণ মানুষকে সচেতন করছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে, নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ করতে, জরুরী কাজ ছাড়া বের না হতে, কখনও কখনও পলায়নকৃত করোনা রোগীকে ধরে আনা, করোনা আক্রান্তের বাসা, ভবন ও এলাকা লকডাউন করা, জীবানুণাশক ওষুধ ছিটাচ্ছে, ত্রাণ বিতরণসহ নানা কাজে জড়িয়েছে পুলিশ। আর এসব করতে গিয়েই সংক্রমিত হচ্ছেন পুলিশ সদস্যরা। তারপরও তারা পিছপা হচ্ছে না।

[৩] ডিএমপি ও পুলিশ সদর দফতরের তথ্যমতে, গতকাল পর্যন্ত সারাদেশে ৬৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছেন ২৯ জন। এরমধ্যে সিভিল স্টাফ রয়েছেন। ঢাকা রেঞ্জ অফিসে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন একজন, পুলিশের টিঅ্যান্ডআইএমে একজন, সিএমপিতে দুইজন (নতুন আক্রান্ত একজন)। গাজীপুর ৫ জন, আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) দুইজন, ময়মনসিংহে একজন, নৌ পুলিশে একজন, অ্যান্টি-টেররিজম ইউনিটে নতুন করে আক্রান্ত হয়েছেন একজন, নারায়ণগঞ্জে ৬ জন,কিশোরগঞ্জের ভৈরবে চারজন, নরসিংদী ও শেরপুরে নতুন একজন করে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত গোপালগঞ্জে ১১ জন।

[৪] কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩৩ জন এবং এর মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১৪৩ জন। আইসোলেশনে রয়েছেন ৯ জন।

[৫] পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, পুলিশের যেসব সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের পুলিশের স্থানীয় চিকিৎসাকেন্দ্র গুলোতে আইইডিসিআরের নিয়ম অনুসরণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুুলিশিং বা মানুষকে সহায়তা ও সাহায্য করতে হলে তার কাছে যেতে হয়, কাছে যাওয়ার সময় পর্যাপ্ত সুরক্ষা সবসময় মেনটেন করা সম্ভব হয়না। এছাড়া সুরক্ষা ব্যবস্থারও চাহিদা রয়েছে।

[৬] পুলিশ কর্মকর্তারা বলছেন, করোনা রোগীর সবচেয়ে বেশি কাছে থাকতে হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। এরপর পুলিশ। পুলিশের সুরক্ষার বিষয়ে এখনও পর্যাপ্ত পরিমাণ সুরক্ষাসামগ্রী সরবরাহ করা যায়নি। আবার দায়িত্ব পালনের সময় ‘অসাবধানতাবশত’ সাধারণ মানুষের সংস্পর্শে এসেও অনেক পুলিশ সদস্য সংক্রমিত হচ্ছে। কেউ মাঠে না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে থাকতে হবে। তাই ব্যারাক ও জেলাগুলোর পুলিশ লাইনসে বসবাস করা প্রত্যেকটি সদস্যের সুরক্ষায় যা যা করণীয় ও গৃহীত উদ্যোগ দ্রæত বাস্তবায়ন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়