শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পৃথকস্থান থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : [২] মরদেহ দুটি উদ্ধার করে গতকাল রাতে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেপুলিশ।

[৩] নিহতদের একজন স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী চরএলাহি ইউনিয়নের ৯নং ওয়ার্ড গাংচিল গ্রামের আব্দুল গফুরের মেয়ে পারভিন আক্তার।

[৪] অপরজন বসুরহাট সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহম্মদনগর গ্রামের মাহমুদুল হকের ছেলে আব্দুল আজিম।

[৫] গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে মা ও ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় পারভিনের। এরপর গতকাল সকালে ঘরে তার মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, অভিমান করে পারভিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় একটি দাগ রয়েছে। কিন্তু পারভিনের পরিবারের দাবি, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে সে।

[৬] গতকাল দুপুরে ঘরের বাইরে যাওয়া নিয়ে আজিমকে বকাবকি করে তার মা। এ ঘটনায় অভিমান করে বিকালে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আজিম। নিহতের পরিবারের দাবি আজিম মানসিকভাবে অসুস্থ ছিল।

[৭] কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, ময়না তদন্তের প্রতিবেদন এলে বিস্তারিত জানা যাবে।’

সুত্র : রাইজিংবিডি / এমএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়