শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফেরার অপেক্ষায় বিভিন্ন দেশে আটকে থাকা প্রায় ১৫ হাজার প্রবাসী

ডেস্ক রিপোর্ট : [২] করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশে আটকে থাকা প্রায় ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশ থেকে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে। সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোর মাধ্যমে তাদের দেশে আনতে কাজ করছে বাংলাদেশ সরকার। তবে, ঠিক কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা হবে, তা এখনো জানা যায়নি।

[৩] সূত্র জানায়, বিভিন্ন দেশে বৈধভাবে থাকা বাংলাদেশি ছাড়াও সেসব দেশের কারাগারে আটকদেরও পাঠানোর কথা বলা হয়েছে। এছাড়া ভ্রমণে গিয়ে বা চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়ারা ফেরত আসবে। এর মধ্যে রয়েছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া।ও ইউরোপের কয়েকটি দেশ।

[৪] এদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে যারা ফিরবেন, তাদের মধ্যে প্রতি সপ্তাহে ৩-৪ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখার সক্ষমতা রাখা হয়েছে। সেই হিসেবে ফ্লাইট পরিচালনা করারও প্রাথমিক পরিকল্পনা রয়েছে সরকারের।

[৫] জানা গেছে, প্রথম পর্যায়ে কুয়েত থেকে ৩৫০ ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৪৪০ জন দেশে আসবেন। এরপর ওমান, কাতার ও লেবাননের অবৈধ শ্রমিকদের ফেরত আনার বিষয়ে কাজ করবে সরকার।

[৬] এরই মধ্যে প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরব থেকে বুধবার (১৫ এপ্রিল) রাতে সৌদি এয়ারলাইন্সের বিশেষ বিমানে ৩৬৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। ভারতে আটকেপড়া আড়াই হাজার বাংলাদেশির মধ্যে সড়ক পথে বাংলাবান্ধা ও বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন প্রায় দেড় হাজার।

[৭] দেশে ফিরে আসা বাংলাদেশিরা সবাই কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকি অন্তত এক হাজার বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল ২টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দুটি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।

[৮] পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বিদেশফেরদের সবাইকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিক্যাল চেকআপ করা হবে। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

সুত্র : রাইজিংবিডি ডট কম / ই-আ

  • সর্বশেষ
  • জনপ্রিয়