শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা কেন?

আহসান হাবিব : আচ্ছা বলুন তো, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল অবস্থা কেন? কারণ খুব সহজ। আমাদের দেশের যারা ধনী, উৎপাদনের উপায় যাদের হাতে, রাষ্ট্র যাদের কথায় উঠেবসে, তাদের টাকা পয়সার হিসাব রাখে, বাজেট ফাজেট ঘোষণা করে, তাদের সর্দি কিংবা কোষ্ঠকাঠিন্য হলে কোথায় চিকিৎসা করাতে যায় জানেন? বিদেশে কেন? কারণ এই দেশের চিকিৎসা ব্যবস্থ্যার উপর তাদের আস্থা নেই। তাহলে এই যে এতো হাসপাতাল, বড় বড় হাসপাতাল তারা নির্মাণ করেছে কেন? কী আছে এসব হাসপাতালে? কারা যায় এসব হাসপাতালে? মূলত এই হাসপাতালগুলোতে যায় এ দেশের মধ্যবিত্তরা, যাদের বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষমতা নেই অধিকাংশের। মধ্যবিত্ত ছাড়াও অনেক নি¤œবিত্তও যায়, কষ্ট করে যায়, জিনিসপত্র বিক্রি করে যায়, যেমন ভারতেও যায়। এখানে তাহলে চিকিৎসার কী রকম ব্যবস্থা থাকবে? মধ্যবিত্তরা যাতে খুশি হয়, সে রকম কিন্তু ধনিক শ্রেণিদের খুশি করার দায় তাদের নেই, কারণ তাদের জন্য তো বিদেশ রয়েছে।
ফলে রাষ্ট্র যারা চালায় তাদের উপরে কোনো চাপ থাকে না স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে। ধনীরা যদি জাতীয় বুর্জোয়ার মতো এ দেশেই চিকিৎসা নিতেন তাহলে তারা চেষ্টা করতো এই সেক্টরকে উন্নত করার। সরকারি হাসপাতালগুলো কেমন সবাই জানে, এখানে কারা চিকিৎসা নিতে যায়। তাহলে তারা হাসপাতাল বানায় কেন? স্রেফ যেনতেনভাবে মুনাফার জন্য। এখান থেকে উত্তরণের উপায়? উপায় একটাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। দলীয় দৃষ্টিভঙ্গি যদি গণমানুষের প্রতি দায়বদ্ধ হয়, বুর্জোয়াদের সেবাদাস না হয়, তাহলে উত্তরণ সম্ভব। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় এই দৃষ্টিভঙ্গি জাতীয়তাবাদী দলগুলোর মধ্যে নেই। সুতরাং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন একটি রাজনৈতিক এজেন্ডা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়