শিরোনাম

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যাত্রীবাহী কোনো ট্রেন পরিচালনা করা হয়নি, জানালেন রেলওয়ের মহাপরিচালক

আনিস তপন: [২]রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান বলেন, যাত্রীবাহি কোনো ট্রেন পরিচালনা করা হয়নি। তবে দেশের বিভিন্ন স্টেশনে কর্মরত রেলওয়ের ষ্টাফদের বেতন-ভাতা ও অবসরে যাওয়া রেলওয়ের কর্মকর্তা-কর্মচারির পেনশনের টাকা পরিশোধের জন্য একটি লোকোমোটিভ (ইঞ্জিন) ও একটি বগি দুরবর্তী স্টেশনে কর্মরত স্টাফদের বেতন- ভাতা পরিশোধের জন্য পৌছে দেয়া হচ্ছে। এতে ২০/২৫ জন জনবলের একটি দল তো লাগবেই। কারণ এতে কয়েক লক্ষ টাকা পরিবহন করা হয়। ফলে রেলওয়ের একাউন্টস বিভাগের কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও থাকে।

[৩] আগে স্টেশনে কর্মরর্ত স্টাফদের বেতন-ভাতা দেয়া হতো স্টেশনের আর্নিং ( আয়) থেকে। করোনাভাইরাস প্রতিরোধে এখন রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ আছে। ফলে স্টেশন আর্নিং একেবারেই বন্ধ রয়েছে। একারণে বাংলাদেশ ব্যাংক থেকে বেতন-ভাতা পরিশোধের জন্য টাকা উঠানো হয়েছে। এই টাকা দুরবর্তী এলাকার স্টেশনগুলোর ষ্টাফদের বেতন-ভাতা পরিশোধে জরুরীভিত্তিতে একটি ইঞ্জিন ও একটি বগি দিয়ে পাঠানো হচ্ছে। কারণ এই মূহুর্তে এর কোনো বিকল্প নেই।

[৪] তিনি আরো বলেন, এখন কোনো অবস্থাতেই ফর্মাল ট্রেন চালানোর কোনো সুযোগ নেই এবং অপারেটও করা হচ্ছে না।

[৫] এখন এর মধ্যে হয়তোবা ২/১ জন এর সুযোগ নিতে পারে। এর সঙ্গে যাত্রীবাহী ট্রেনের কোনো সম্পর্ক নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়