শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভেতরে মদ বিক্রি, ছবি তোলায় সাংবাদিককে মারধর

খোকন আহমেদ , বরিশাল: [২] মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল নগরীর সুরক্ষিত বড় অফিস। চারিদিকে প্রাচীর ঘেরা। শনিবার সকাল থেকেই এর গেটে জটলা দেখে হাজির হন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভিশনের বরিশাল প্রতিনিধির ক্যামেরাম্যান। ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখেন গ্যালন ভর্তি করে লিকুইড মদ বিক্রি হচ্ছে।

[৩] ক্যামেরাম্যান কামাল হোসেন জানান, তিনি ভিতরে গিয়ে জানতে পারেন ৯০ টাকার মদ বিক্রি হচ্ছে ৫০০ টাকা লিটারে। এসময় তিনি ছবি তুলতে গেলেই অধিদপ্তরের নিরাপত্তা কর্মী ও অফিস স্টাফরা তাকে ধাওয়া করে মারধর করে। একপর্যায়ে হামলাকারীরা ব্যবহৃত ক্যামেরা ভেঙ্গে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে অন্যান্য সাংবাদিকরা ছুটে আসেন। পরবর্তীতে সংবাদ পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিপুল পরিমান মদ জব্দ করেন। আটক মদ মাটিতে ঢেলে নষ্ট করে মদের গোডাউন সিলগালা করে দেয়া হয়েছে।

[৪] জানা গেছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসের মধ্যেই কেরু এণ্ড কোম্পানীর গোডাউন। এখান থেকে ডিলারদের মদ সাপ্লাই দেয়া হয়।

[৫] মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন, মাদক বিক্রি সেবামূলক প্রতিষ্ঠান কিনা। তিনি একবাক্যে না সূচক জবাব দেন। পরবর্তীতে তাকে প্রশ্ন করা হয়, তাহলে সরকারী ছুটির মধ্যে অধিপ্তরের মধ্যে কিভাবে মদ বিক্রি হচ্ছে? তাও ৫/৬ গুন অতিরিক্ত দামে। তিনি এ প্রশ্নের কোন সদূত্তর দিতে পারেননি।

[৬] এদিকে বাংলাভিশন এর বরিশাল প্রতিনিধি শাহীন হাসান জানান, তিনি ক্যামেরা পার্সনকে মারধর ও ক্যামেরা ভাংচুরের ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর সুষ্ঠু সমাধান না হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়