শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউ ফিভার ক্লিনিকে ২ হাজার রোগীর চিকিৎসাসেবা প্রদানসহ করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ১৩ শত রোগীর করোনা টেস্ট

শাহীন খন্দকার : [২] শনিবার ফিভার ক্লিনিকে ২৮৬ জন রোগীর সেবা প্রদান, করোনা ল্যাবে ১৭২ জনের করোনা শনাক্তকরণ টেস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রায় দু’ হাজার (১৯৭৯) জন রোগীর চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

[২] গত মাসের (মার্চ) ২১ তারিখে এই ফিভার ক্লিনিক চালু করা হয় এবং ১ এপ্রিল থেকে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে শনিবার ১৭২ জনসহ এ পর্যন্ত ১২৯৬ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে করোনা ভাইরাস শনাক্তের জন্য টেস্ট করা হয়েছে।

[৩] এক প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া নির্দেশনায় বর্তমান প্রশাসনের সার্বিক সহায়তায় রোগীদের সুবিধিার্থে ইতোমধ্যে চালু করা হেল্প লাইন, জরুরি বিভাগে” সেবাও অব্যাহত রয়েছে। এছাড়াও ছুটির দিনে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগেও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

[৪] উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গত ৫ এপ্রিল টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র “বিশেষজ্ঞ হেলথ লাইন” এর এই সময় উপযোগী সেবা কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন।

[৫] এদিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক ২৮৬ জন রোগী শনিবার ১৮ এপ্রিল ফিভার ক্লিনিকে সেবা গ্রহণ করেছেন। একই দিনে করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ১৭২ জন রোগীর স্যাম্পল টেস্ট করার জন্য সংগ্রহ করা হয়েছে।

[৬] এ নিয়ে পহেলা এপ্রিল থেকে শনিবার ১৮ এপ্রিল পর্যন্ত ১২৯৬ জন রোগীর করোনা টেস্ট করার জন্য স্যাম্পল সংগ্রহ করা হ’ল। করোনা টেস্টে-এর পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়