শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ায় ফেসবুকে জেলা প্রশাসকের পরিচয় ব্যবহার, বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি : [২] কুষ্টিয়া জেলা প্রশাসকের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি কপি করে নিজের নামে ফেসবুকে প্রচারের দায়ে মীর মনিরা (২২) নামে এ ছাত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

[৩] শনিবার (১৮ এপ্রিল) আইসিটি আইনে মামলার পর ওই ছাত্রীকে কারাগারে পাঠানো হয়। সে শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা ও ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

[৪] জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনার এক চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন যে, মীর মনিরা নামের একজন কুষ্টিয়া জেলা প্রশাসক’র পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রচার করছেন। এবং নিজেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন।

[৫] মামলার বাদী মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, জেলা প্রশাসক প্রতিদিন করোনা বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি জেলা প্রশাসনের ফেসবুকে পোস্ট দেন। মীর মনিরা ওই সংবাদ বিজ্ঞপ্তির কপিতে জেলা প্রশাসকের নাম ও স্বাক্ষর এডিট করে সেখানে নিজের (মনিরা) নাম ও স্বাক্ষর দিয়ে সেটা তার পরিচিতদের কাছে পাঠাতেন।

[৬] গত শুক্রবার মীর মনিরার পরিচয় জানার পর তাকে জেলা প্রশাসকের বাংলোয় ডাকা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন মনিরা।

[৭] কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আইসিটি আইনে মামলায় ওই ছাত্রীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়