শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা দুর্যোগ মোকাবিলায় সরকারের একলা চলো’ নীতি আত্মঘাতি হয়ে উঠছে : সাইফুল হক

সমীরণ রায় : [২] বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, অবিলম্বে জেলা-উপজেলায় ফিল্ড হাসপাতাল তৈরি করুন। খাদ্য ও ত্রাণ নিয়ে চুরি, দুর্নীতি, দলীয়করণ বন্ধে সর্বস্তরে গণতদারকি কমিটি গঠন করুন। করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার অনুযায়ী এই সংক্রান্ত পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল ও নিতান্ত হতাশাজনক। সংক্রমন সন্দেহজনক অধিকাংশ মানুষই এখনও পর্যন্ত পরীক্ষার বাইরে। পরীক্ষা করে সংক্রমণ আক্রান্ত ব্যক্তিদেরকে আলাদা করতে না পারায় সংক্রমণ জ্যামিতিক হারে বেড়ে চলেছে।

[৩] তিনি বলেন, এই পরিস্থিতি চলতে দিলে করোনা সংক্রমণ দ্রুত বাস্তবিক অর্থেই মহামারীতে পরিণত হবে। তাই একটি টাস্কফোর্স হবে সংক্রমণ পরীক্ষা ও চিকিৎসা বিষয়ক আর একটি টাস্কফোর্স হবে জরুরি খাদ্য ত্রাণ ও কৃষি বিষয়ক। একই সঙ্গে ফিল্ড হাসপাতাল তৈরি ও চিকিৎসা এবং খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণে সশস্ত্র বাহিনীর দক্ষতা ও ক্ষীপ্রতাকে পুরোপুরি কাজে লাগানোর দাবি জানান তিনি ।

[৪] তিনি আরও বলেন, খাদ্য ও ত্রাণ সামগ্রী নিয়ে চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ প্রতিরোধে সকল পর্যায়ে ‘গণতদারকি কমিটি’ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

[৬] শনিবার রাজনৈতিক পরিষদের অনলাইনে এক সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়