শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় ভূগর্ভস্থ্য পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকে কৃষক

বাবুল আক্তার, চৌগাছা প্রতিনিধি : [২] জেলার চৌগাছা উপজেলায় ভূ-গর্ভস্থ্য পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। একদিকে গ্রীষ্মেরে দাপদাহে দ্রুত শুকাচ্ছে ক্ষেতের পানি, অন্যদিকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ পাম্পে পানি উঠছে কম। কেউ কেউ মাটি খুড়ে ১০/১২ ফুট নীচে মেশিন বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন।

[৩] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ১৭ হাজার ৩’শ হেক্টর জমিতে ইরি ধান চাষ করা হয়েছে। উপজেলায় মোট ১১ হাজার ৪’শ ১৩ টি সেচ পাম্প রয়েছে। এর মধ্যে বিদ্যুৎ চালিত ৭৫০ টির মধ্যে গভীর নলক‚প রয়েছে ১৫৬ টি। ডিজেল চালিত সেচপাম্প ১০ হাজার ৫’শ টি এবং সোলার পাম্প রয়েছে ৭টি।

[৪] এলাকা ঘুরে দেখা যায়, সেচ কাজে আশানুরূপ পানি না পেয়ে ১০ ফুট পর্যন্ত গর্ত করে নলক‚প বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন অনেকে। ১১ টি ইউনিয়নের মধ্যে সিংহঝুলী, পাশাপোল, সুখপুকুরিয়া ইউনিয়নে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ফসলের মাঠেই নয়, উপজেলার বেশিরভাগ গ্রামের নলক‚পেও পানি উঠছেনা। অনেকেই সমতল পৃষ্ট থেকে ১০/১২ ফুট নিচে গভীর নলক‚প বসিয়ে পানি তোলার চেষ্টা করছেন।

[৫] সুকপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কৃষক আব্দুল হামিদ, পাশাপোল ইউনিয়নের মৎস্যরাঙ্গা গ্রামের আব্দুল খালেক, সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী গ্রামের বাদলসহ উপজেলার অনেকেই জানান, ১০০-১৩০ ফুট গভীরে পাইপ বসিয়ে ঠিকঠাক মতো পানি পাচ্ছেন না তারা। ১৫/২০ বছর আগেও ৭০-৮০ ফুট মাটির নিচ থেকে এসব এলাকায় বেশ ভালো পানি পাওয়া যেত। এ সময় তারা আরো জানান, সেচযন্ত্রে পানি কম ওঠায় ইরি-বোরো চাষাবাদে তাদের জ্বালানি খরচ বেড়ে গেছে।

[৬] সিংহঝুলী গ্রামের বাসিন্দা চৌগাছা প্রেসক্লাবের নেতা সাংবাদিক রহিদুল ইসলাম খান জানান, তার গ্রামের অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছেনা। যে কারনে সুপেয় খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। এ ছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকহাজার টিউবওয়েলে উঠছেনা বলে জানা গেছে।

[৭] উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন জানান, ভু-গর্ভস্থ্য পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষকের সেচকাজে সমস্যাটি সমপ্রতিক সময়ে বেশি পরিলক্ষিত হচ্ছে । তবে ভারি বৃষ্টি হলে পানির স্তর আবার উপরে উঠে আসবে। তিনি আরো বলেন, ভূ-গর্ভস্থ্য পানির উপরে চাপ কমাতে ইরি-বোরো চাষ কমিয়ে আউশ ও আমন চাষ বেশি বেশি করতে কৃষকদের উৎবুদ্ধ করা হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়