শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন বিশ্বের ৫ লাখ ৭১ হাজারের বেশি মানুষ

শাহনাজ বেগম: [২] বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৫০ হাজার ৭৯০ জন। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৭১ হাজার ১৪৯ জন। তাদের মধ্যে শতায়ুও রয়েছেন কয়েকজন। বর্তমানে ১৫ লাখ ২৫ হাজার ৩৭৫ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ১৩৬ জনের অবস্থা আশঙ্কাজনক। সিএনএন, ওয়ার্ল্ডোমিটার

[৩] পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত দেশগুলোর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজার ২৯ জন। স্পেনে ৭৪ হাজার ৭৯৭, যুক্তরাষ্ট্রে ৬০ হাজার ৫১০, ইরানে ৫৪ হাজার ৬৫, ইতালিতে ৪২ হাজার ৭২৭, জার্মানীতে ৮৩ হাজার ১১৪ জন এবং ফ্রান্সে ৩৪ হাজার ৪২০ জন, বেলজিয়ামে ৭ হাজার ৯৬১ জন, সুইজারল্যান্ডে ১৬ হাজার ৪০০ জন সুস্থ হয়ে উঠেছেন।

[৪] তুলনামূলক কম আক্রান্ত দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯৬৭ জন, কানাডায় ১০ হাজার ৫৪৩, অস্ট্রিয়ায় ৯ হাজার ৭০৪, তুরস্কে আট হাজার ৬৩১, বেলজিয়ামে সাত হাজার ৯৬১, দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৯৩৭, অস্ট্রেলিয়ায় চার হাজার ১৩২ জন।

[৫] গত বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হয়। ইউরোপ আমেরিকায় ব্যাপক ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১১ মার্চ করোনা সংকটকে মহামারি ঘোষণা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়