শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার হটস্পট নারায়ণগঞ্জ থেকে রাতের অন্ধকারের পালানোর সময় ২ শতাধিক আটক

মনজুর এ অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] করোনা ভাইরাসের ভয়ে হটস্পট নারায়ণগঞ্জ থেকে রাতের অন্ধকারে মৃত্যুর ঝুঁকি নিয়ে ট্রাকে করে স্বামী স্ত্রী শিশু সন্তান সহ ২শ গার্মেন্টকর্মী পালানোর সময় আটক করেছে পুলিশ।

[৩] এসময় তাদের বহন করা ৫টি ট্রাকও আটক করা হয়েছে।শুক্রবার দিনগত রাতে ফতুল্লার পোস্ট অফিস মোড়, মুসলিমনগর, এতিমখানা মোড়, পঞ্চবটি এলাকা হতে তাদের আটক করে যার যার বাসায় ফেরত পাঠানো হয়।

[৪] এদিকে আটকৃত অনেকের অভিযোগ, করোনার এ দুর্যোগ মুহূর্তে গত ২৫ মার্চ থেকে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়ে খরচের বোঝা আর টানতে পারছেন না। সে কারণেই বাধ্যই পেটের তাগিদে নারায়ণগঞ্জ ছাড়তে হচ্ছে তাদের।

[৫] ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে পরিদর্শক আজগর হোসেন, এসআই রাসেল শেখ, এসআই ফজলুল হক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ২শ গার্মেন্টকর্মী নারী পুরুষকে তাদের শিশু সন্তান সহ আটক করে নিজ নিজ বাসায় ফেরত পাঠানো হয়েছে।

[৬] এরা কিশোরগঞ্জ, ময়মনসিংহ হালুয়াঘাট যাওয়ার জন্য ৫টি ট্রাক ভাড়া করে রাতের অন্ধাকারে আসবাবপত্র নিয়ে রওনা দিয়ে ছিল। পরে খবর পেয়ে ট্রাকসহ তাদের আটক করা হয়েছে। ট্রাকের চালক হেলপাড়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[৭] ওসি আরো বলেন, এপর্যন্ত প্রায় এক হাজার ব্যক্তিকে আটক করে তাদের বুঝানো হয়েছে এবং বাসায় ফেরত পাঠানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া যাবেনা। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা নৌ পথেও টহল জোরদার করেছি। সচেতনতাই পারে এ ভাইরাসটি দেশ থেকে দূর করতে।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়