শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬টি বেসরকারি মেডিকেল কলেজে পিপিই হস্তান্তর করেছে জেডআরএফ ও ড্যাব

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে রাজধানী এবং চট্টগ্রামে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়।

[৩] শনিবার সকাল বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে জেডআরএফ ও ড্যাবের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মেডিকেল কলেজের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পিপিপি হস্তান্তর করেন।

[৪] সকালে চট্টগ্রামের বিজিসি মেডিকেল কলেজে পিপিই হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন বিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার।

[৫] এসময় অনলাইনে যুক্ত থেকে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এস এম তারেক প্রিন্সিপাল বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ। দশটায় মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজে অতিথি হিসেবে পিপিই বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

[৬] শাহবাগে ইব্রাহিম মেডিকেল কলেজে সকাল ১১ টায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, দুপুর ১২ টায় আসাদগেট মেইন রোডে কেয়ার মেডিকেল কলেজে বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন ও ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা: আব্দুস সালাম।

[৭] মিরপুর-১৪ নাম্বারে মার্কস মেডিকেল কলেজে দুপুর ১২ টায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও ড্যাবের কোষাধ্যক্ষ ডা: জহিরুল ইসলাম শাকিল। মোহাম্মদপুর রিং রোডে সেন্ট্রাল ইন্টারান্যশনাল মেডিকেল কলেজে দুপুর ১ টায় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও ড্যাবের মহাসচিব ডা: মো: আব্দুস সালাম ডা: শহীদ হাসান, ডা: ফারুক কাশেম প্রমুখ।

[৮] পিপিই বিতরণে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা: পারভেজ রেজা কাকন, সাংগঠনিক সম্পাদক ডা: খালেকুজ্জামান দীপু, জেডআরএফের মনিটর ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডাঃ এ.এস.এম রাকিবুল ইসলাম আকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়