শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৮:৩৩ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে ২৫ জনের নমুনা সংগ্রহ, ২৩ জনের রিপোর্ট নেগেটিভ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : [২] জেলার মির্জাগঞ্জে ৬ টি ইউনিয়ন থেকে করোনা ভাইরাস শনাক্তে এখন পর্যন্ত ২৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, করোনার উপসর্গ থাকা সন্দেহভাজনদের রক্তের নমুনাগুলো সংগ্রহ করে করোনাভাইরাস সনাক্তে পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

[৩] এদের মধ্যে ১৮ ই এপ্রিল পর্যন্ত ২৩ জনের পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।২৩ জনেরই করোনা নেগেটিভ বলে জানিয়েছেন।

[৪] পর্যায়ক্রমে সন্দেহভাজন সকলের নমুনা সংগ্রহ করা হবে।

[৫] মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা জানান, দেশের করোনা পরিস্থিতি নির্ধারণ করতে সারা দেশে করোনাভাইরাস সনাক্তকরণের উদ্যোগ হিসেবে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন স্থানে গিয়ে সন্দেভাজনদের নমুনা সংগ্রহ করছে।

[৬] প্রথমতো কোয়ারেনটাইন থাকা এবং যাদের মধ্যে করোনার উপসর্গগুলো রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে নমুনা সংগ্রহ করে ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত উপজেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়