শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদিতে বাংলাদেশি কূটনীতিক করোনায় আক্রান্ত

জেরিন আহমেদ : [২] ঢাকার কোনো কর্মকর্তার করোনা আক্রান্তের ঘটনা এটাই প্রথম।বাংলাদেশ কনস্যুলেটে কূটনৈতিক অ্যসাইনমেন্টে থাকা ওই কর্মকর্তার সাম্প্রতিক টেস্টে করোনা পজেটিভ এসেছে, অর্থাৎ তার কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

[৩] বিদেশে হাজার হাজার বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী করোনা আক্রান্ত এবং প্রায় আড়াই শতাধিক বাংলাদেশি মারা গেলেও পদস্থ কোনো কূটনীতিক বা কূটনৈতিক অ্যসাইনমেন্টে থাকা

[৪] প্রশাসন ক্যাডারের ওই কর্মকর্তার সর্বশেষ অবস্থা জানিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তি পর্যায়ে একাধিক রিপোর্ট এবং ক্ষুদে বার্তা পাঠিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (বিদায়ের প্রস্তুতিতে থাকা) গোলাম মসিহ। একটি ক্ষুদে বার্তা ছিল এমন" অতিব দু:খের সঙ্গে জানাচ্ছি যে, সৌদি আরবে নিযুক্ত আমাদের একজন শ্রম কাউন্সেলর করোনা আক্রান্ত। টেস্টে তার ফল পজেটিভ এসেছে।

[৫] ওই কাউন্সেলর খুবই পরিশ্রমী অফিসার, তিনি সৌদিতে কর্মরত শ্রমিকদের বিশষত: জেদ্দা অঞ্চলে থাকা বাংলাদেশি শ্রমজীবী মানুষদের সমস্যা সমাধানে সদা কর্ম তৎপর ছিলেন। গত সপ্তাহে তিনি মদিনায় গিয়েছিলেন, একটি ক্যাম্পে থাকা ৪০০০ হাজার বাংলাদেশি শ্রমিকের (স্বেচ্ছায়) করোনা টেস্ট করানোর বিষয়টি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় এবং প্রশাসনকে সহায়তা করতে। সর্বশক্তিমান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।" উল্লেখ্য সৌদি আরবে থাকা বাংলাদেশিরা প্রবাসীরা ভাল নেই। গত ১৬ই এপ্রিল মানবজমিন অনলাইনে সৌদি আরবে করোনা আক্রান্ত এবং মারা যাওয়া প্রবাসীদের বিষয়েবিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।

[৬] "সৌদিতে করোনা কেড়েছে ১৫ বাংলাদেশির প্রাণ, আক্রান্তদের নিয়ে উদ্বেগ" শীর্ষক ওই প্রতিবেদনটিতে রাষ্ট্রদূত গোলাম মসিহর ঢাকায় পাঠানো একটি রিপোর্টের উদ্বৃতিও ছিল।সেই রিপোর্টে বলা হয়েছিলে- সৌদি আরবে প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত ১৫ জন বাংলাদেশি মারা গেছেন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭৯।সূত্র: সাউথ এশিয়ান মনিটর , পিবিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়