শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্চে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে শূন্য দশমিক দুই শতাংশ মূল্যস্ফীতি বেড়েছে : বিবিএস

সাইদ রিপন : [২] বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হিসেব অনুযায়ি করোনভাইরাসের প্রভাবেও গত মাসে মূল্যস্ফীতির উপর সেভাবে প্রভাব পড়েনি। গত মার্চে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। বেড়েছে খাদ্যবহির্ভ‚ত পণ্যের মূল্যস্ফীতি।

[৩] এ বিষয়ে বিবিএসের ন্যাশনাল একাউন্টিং উইং এর পরিচালক (মূল্য ও মজুরী) মোহাম্মদ আব্দুল কাদের মিয়া বলেন, আমরা ১২ থেকে ১৮ তারিখের মধ্যে দেশের প্রায় ১৪০টি স্পট থেকে তথ্য সংগ্রহ করি। তাই মার্চের ১৮ তারিখ পর্যন্ত বাজারের পরিস্থিতি উঠে এসেছে।

[৪] বিবিএসের তথ্য মতে, মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ, যা ফেব্রæয়ারি মাসে ছিল ৫ দশমিক ৪৬ শতাংশ। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, যা ফেব্রæয়ারি মাসে ছিল ৪ দশমিক ৯৭ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভ‚ত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ, যা গত মাসে ছিল ৬ দশমিক ২৩ শতাংশ।

[৫] প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্চ মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ, যা গত মাসে ছিল ৪ দশমিক ৭০ শতাংশ। খাদ্যবহির্ভ‚ত মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ, ফেব্রুয়ারি মাসে ছিল ৬ দশমিক ৩৬ শতাংশ।

[৬] গ্রামে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ছিল ৫ দশমিক ৪৪ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ছিল ৫ দশমিক ৯ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভ‚ত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২৭ শতাংশ, যা ফেব্রুয়ারি মাসে ছিল ৬ দশমিক ১২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়