শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৪০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লকডাউনের কারণে ভারতে করোনাভাইরাস সংক্রমণের হার পূর্বের তুলনায় অর্ধেকে নেমেছে

মশিউর অর্ণবঃ [২] শুক্রবার দেশটির স্বাস্থ্য সচিব লাব আগারওয়াল জানিয়েছেন, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগছে প্রায় ৬ দিন।

[৩] লকডাউন ঘোষণা করার আগে এই সংখ্যা দ্বিগুণ হয়েছিল মাত্র ৩ দিনেই। এনডিটিভি

[৪] সংক্রামক রোগ বিশেষজ্ঞরা গত সাত দিনের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।

[৫] এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিমাণ ছিল মাত্র ১.২ শতাংশ। ইন্ডিয়া টুডে

[৬] অথচ লকডাউনের আগে ১৫ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত সংক্রমণ বৃদ্ধির এই হার ছিল প্রায় ২.১ শতাংশ।

[৭] গবেষকদের দাবি, কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা বাড়ানোর পর থেকে সংক্রমণ বিস্তারের পরিমাণও ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

[৮] স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণ দ্বিগুণের হার গড় দ্বিগুণ হওয়ার হার থেকে কম। ওয়ার্ল্ডোমিটার

[৯] গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১,১৭৬ জন এবং মৃত্যু হয়েছে আরও ৩১ জনের।

[১০] শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৪,১২৩ জন, মৃত্যু হয়েছে মোট ৪৭৪ জনের এবং সুস্থ হয়েছেন ১,৯৭৬ জন।

[১১] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা পূর্বের তুলনায় বাড়ছে।

[১২] দেশটিতে সুস্থ হওয়া কোভিড-১৯ রোগী এবং মৃতের সংখ্যার অনুপাত ৮০ ও ২০, যা অন্যান্য দেশের চেয়ে বেশি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়