শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৪৪ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার ১০৮ স্থানে করোনা রোগী

মহসীন কবির : করোনাভাইরাসে দেশে সবচেয়ে আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগে। এ বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭০ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতেই ৭৪০ জন। ঢাকা মহানগরীতের আক্রান্ত এলাকা ও সংখ্যা;

০১. মিরপুর এলাকা ৫০ জন। ০২. ওয়ারী ২৭ জন। ০৩. মোহাম্মদপুর ২৬ জন। ০৪. যাত্রাবাড়ী ২৫ জন। ০৫. লালবাগ ২১ জন।

০৬. উত্তরা ২০ জন। ০৭. টোলারবাগ ১৯ জন। ০৮. ধানমন্ডি ১৮ জন। ০৯. বাসাবো ১৭ জন। ১০. মিটফোর্ড ১৭ জন।

১১. তেজগাঁও ১৬ জন। ১২. হাজারীবাগ ১৫ জন। ১৩. বংশাল ১৫ জন। ১৪. গেন্ডারিয়া ১৪ জন। ১৫. গুলশান ১৩ জন।

১৬. রাজারবাগ ১৩ জন। ১৭. মহাখালী ১২ জন। ১৮. বাবু বাজার ১১ জন। ১৯. মগবাজার ১১ জন। ২০. আজিমপুর ১১ জন।

২১. গ্রিন রোড ১০ জন। ২২. চকবাজার ১০ জন। ২৩. সুত্রাপুর ৯ জন। ২৪. বাড্ডা ৮ জন।

২৫. বনানী ৮ জন। ২৬. শান্তিনগর ৭ জন। ২৭. শাঁখারীবাজার ৭ জন। ২৮. শাহবাগ ৬ জন। ২৯. ইস্কাটন ৬ জন।

৩০. চানখারপুল ৬ জন। ৩১. আদাবর ৫ জন। ৩২. জিগাতলা ৫ জন। ৩৩. বসুন্ধরা আবাসিক এলাকা ৫ জন।

৩৪. নাখালপাড়া ৫ জন। ৩৫. রমনা ৫ জন। ৩৬. লক্ষ্মীবাজার ৪ জন। ৩৭. কোতয়ালী ৪ জন।

৩৮. রামপুরা ৪ জন। ৩৯. মালিবাগ ৪ জন। ৪০. কামরাঙ্গীরচর ৪ জন। ৪১. শ্যামলী ৪ জন।

৪২. নারিন্দা ৩ জন। ৪৩. সোয়ারীঘাট ৩ জন। ৪৪. বেইলী রোড ৩ জন। ৪৫. কাজীপাড়া ৩ জন।

৪৬. হাতিরপুল ৩ জন। ৪৭. মুগদা ৩ জন। ৪৮. গুলিস্তান ৩ জন। ৪৯. সিদ্ধেশ্বরী ৩ জন।

৫০. জুরাইন ৩ জন। ৫১. গোপীবাগ ৩ জন। ৫২. ইসলামপুর ২ জন। ৫৩. পুরানা পল্টন ২ জন।

৫৪. শাহ আলীবাগ ২ জন। ৫৫. পীরেরবাগ ২ জন। ৫৬. আগারগাঁও ২ জন।

৫৭. কদমতলী ২ জন। ৫৮. জেলগেট ২ জন। ৫৯. সবুজবাগ ২ জন। ৬০. ডেমরা ২ জন। ৬১. নবাবগঞ্জ ২ জন।

৬২. বসিলা ১ জন। ৬৩. সেন্ট্রাল রোড ১ জন। ৬৪. বুয়েট এলাকা ১ জন। ৬৫. উর্দু রোড ১ জন। ৬৬. শাজাহানপুর ১ জন।

৬৭. নিকুঞ্জ ১ জন। ৬৮. আশকোনা ১ জন। ৬৯. দয়াগঞ্জ ১ জন। ৭০. ধোলাইখাল ১ জন। ৭১. শনির আখড়া ১ জন।

৭২. হাতিরঝিল ১ জন। ৭৩. মানিকদী ১ জন। ৭৪. বেড়িবাঁধ ১ জন। ৭৫. বেগুনবাড়ী ১ জন। ৭৬. ঢাকেশ্বরী ১ জন।

৭৭. সায়েদাবাদ ১ জন। ৭৮. ফার্মগেট ১ জন। ৭৯. নবাবপুর ১ জন। ৮০. রায়ের বাজার ১ জন। ৮১. আরমানিটোলা ১ জন।

৮২. বানিয়ানগর ১ জন। ৮৩. খিলগাঁও ১ জন। ৮৪. কুড়িল ১ জন। ৮৫. মতিঝিল ১ জন। ৮৬. শান্তিবাগ ১ জন।

৮৭. শ্যামপুর ১ জন। ৮৮. ভাটারা ১ জন। ৮৯. কল্যাণপুর ১ জন। ৯০. মাতুয়াইল ১ জন। ৯১. রায়েরবাগ ১ জন।

৯২. বেগমবাজার ১ জন। ৯৩. বকশীবাজার ১ জন। ৯৪. তেজতুরী বাজার ১ জন। ৯৫. ফরিদাবাগ ১ জন।

৯৬. কারওয়ান বাজার ১ জন। ৯৭. কচুক্ষেত ১ জন। ৯৮. সায়েন্সল্যাব ১ জন। ৯৯. শেওড়াপাড়া ১ জন।

১০০. শেখের টেক ১ জন। ১০১. ক্যান্টনমেন্ট ১ জন। ১০২. গোড়ান ১ জন। ১০৩. খিলক্ষেত ১ জন।

১০৪. কলতা বাজার ১ জন। ১০৫. মালিটোলা ১ জন। ১০৬. মোহনপুর ১ জন। ১০৭. সদরঘাট ১ জন। এবং

১০৮. পুরান ঢাকার ওয়ারী ২৭ জন।

সময় টিভি ও  কালেরকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়