শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের প্রথম ফিল্ড হাসপাতালও প্রস্তুত হচ্ছে করোনা রোগীর সেবায়

আবুল বাশার নূরু: [২]করোনা আক্রান্ত রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে চট্টগ্রামে প্রস্তত করা হচ্ছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। চিকিৎসকদের উদ্যোগে ফৌজদারহাট এলাকায় গড়ে তোলা হচ্ছে ৬০ শয্যার এ হাসপাতালটি। শুধু মানবিক কারণে হাসপাতাল তৈরিতে নিজেদের জায়গা দিয়ে এগিয়ে এসেছে নাভানা গ্রুপ। আর করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তুত হচ্ছেন ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকরা।

[৩] রাতদিন ২৪ ঘণ্টা টানা কাজ করে করোনা আক্রান্ত রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছেন শ্রমিকরা। হাসপাতালে সেবা পাবেন সর্দি, কাশি, জ্বর ও করোনা আক্রান্ত হয়ে আসা রোগীরা।

[৪]কয়েকজন ডাক্তারের উদ্যোগে সাড়া দিয়ে ৬ হাজার ৮শ’ বর্গফুটের এ জায়গাটি হাসপাতাল নির্মাণের জন্য দিয়েছে নাভানা গ্রুপ।

৬০ শয্যার এ হাসপাতালে ১০টি ইনটেনসিভ কেয়ার ইউনিট থাকবে, করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তত ২০ জন চিকিৎসক ও নার্স বলে জানান হাসপাতাল নির্মাণের উদ্যোক্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুত বড়ুয়া।

[৫]শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে নিজেদের জায়গা হাসপাতাল নির্মাণের জন্য দেয়া হয়েছে বলে জানান নাভানা গ্রুপের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফাহিম ফয়সাল চৌধুরী।

[৬] শুধু ডাক্তার কিংবা নার্স নন, জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিতে প্রস্তুত স্বেচ্ছাসেবকরাও। ইতোমধ্যে ফিল্ড হাসপাতালের জন্য ইনফ্রারেড থার্মাল স্ক্যানার, ডায়াবেটিস মেশিন, প্রেসার মাপারযন্ত্র, ভেন্টিলেটরসহ ডাক্তারদের পিপিই প্রস্তত রয়েছে। আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করার কথা রয়েছে ফিল্ড হাসপাতালটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়