শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে বেপরোয়া মানুষ, বাজারে জনস্রোত কমছে না

এএফএম মমতাজুর রহমান : [২] দেশে করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা যত বাড়ছে, ততোই যেন বাড়ছে মানুষের অবহেলা। বিশেষ করে মফস্বল এলাকায় অবহেলার মাত্রা বেশী। বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ও সান্তাহার পৌর শহর এবং মুরইল, নসরতপুর, চাঁপাপুর ও কুন্দুগ্রাম সহ অন্তত একডজন বন্দর-বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ আইন-শৃংখলা বাহিনী এবং প্রশাসন তৎপরতা শুরু করার আগ মুহুর্তে গমগমে অবস্থা। বাস ছাড়া সব ছোট গণ-পরিবহন চলাচল স্বাভাবিক। সরকারের নিষিদ্ধ ঘোষিত ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরেও প্রচুর প্রতিষ্ঠান খোলা থাকে। ভীড় হয় উপচে পড়া। সামাজিক দুরত্ব মানার কোন বালাই নেই। যে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে তা অনেকটা ঈদের দিনের মত। এমন অবস্থাকে অনেকে মহামারি করোনা ভাইরাস সংক্রমন সতর্কতা না বলে বিরোধী দলের ডাকা লাগাতার অর্ধ দিবস হরতাল বলে অবিহিত করছেন।

[৩] প্রশাসনের মানবিক আচরণ করার এই সুযোগে ছোট গণ-পরিবহনে চাঁদাবাজীও চলছে স্বাভাবিক ভাবে। এদিকে সরকারি-বেসরকারি সহায়তা পাওয়ার বাহিরের সব শ্রেণির মানুষের নৈমিত্যিক কাঁচা বাজার এবং মুদি আইটেম কেনা-বেচার ক্ষেত্রে কড়াকড়ি করার পরিবর্তে আইন শৃংখলা বাহিনী এবং প্রশাসন মানবিক দৃষ্টিকোন দেখিয়ে চলছেন। তাঁদের ঢিলেঢালা ভাব দেখানোকে মহাসুযোগ হিসাবে কাজে লাগাচ্ছেন অসচেতন মানুষ। ফলে এসব শহর, বন্দর ও হাট-বাজারে জনশ্রোত কমছে না। বরং বাড়াচ্ছে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকিপুর্ণ সম্ভাবনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়