শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে আরও ২জন করোনা রোগী শনাক্ত

সাদ্দাম হো‌সেন :[২] ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় নতুন করে আরও দুইজনের শরীরে করোনা ভাইরাসের (কভিড-১৯) উপস্থিতি পাওয়া গেছে । এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৫-এ ।

[৩] শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা: মাহ্ফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান , রংপুর মেডিক্যাল কলেজের ল্যাবে শুক্রবার বিকালে তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের একজনের বাড়ি হরিপুর মালিপাড়া চোরাঙ্গী গ্রামে ও অপরজনের বাড়ি রাণীশংকৈল উপজেলায় বলে জানায় স্বাস্থ্য বিভাগ ।

[৪] জেলার হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন,আক্রান্ত যুবক (২৪) আগে থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ধারণা করছি সে নারায়গঞ্জ থেকে এ রোগের উপসর্গ নিয়ে এসেছে তারা ।

[৫] এর আগে যাদের দেহে করোনা ধরা পড়েছিল তাদের মধ্যে হরিপুরের ডাঙ্গীপাড়া গ্রামের একই পরিবারের দুজন এবং পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের ১জন । শুরু থেকে এ পর্যন্ত ২শ ৪৬ জনের নমুনা পাঠানো হয়। এদের মধ্যে ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায় । আক্রান্তদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে ।

[৬] ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. তোজাম্মেল হক বলেন আগের ৩ জন সুস্থের পথে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়